(নতুন )কষ্টের স্ট্যাটাস পিক ২০২৪ ওমান। কষ্টের স্ট্যাটাস পিক

(নতুন )কষ্টের স্ট্যাটাস পিক ২০২৪ ওমান। কষ্টের স্ট্যাটাস পিক

(নতুন )কষ্টের স্ট্যাটাস পিক ২০২৪ ওমান। কষ্টের স্ট্যাটাস পিক

বাংলাদেশ সরকারের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক আতিকুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব।

এরপরেই রয়েছে ওমান, কাতার, বাহরাইনের মতো দেশগুলো। জর্ডান, সিঙ্গাপুর, রোমানিয়া, ইত্যাদি দেশেও অল্প কিছু করে কর্মী যাচ্ছেন।

কম বেশি মিলিয়ে আমাদের কাছ থেকে বৈধভাবে ১৭২টি দেশে বাংলাদেশি কর্মীরা যাচ্ছেন বলে তিনি জানান।

কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপ এক সময় বাংলাদেশের জন্য বড় শ্রমবাজার ছিল। এখনো এসব দেশে বৈধ-অবৈধ মিলিয়ে অনেক বাংলাদেশি কাজ করেন।

কিন্তু এসব দেশে বৈধভাবে এখন কর্মীরা যেতে পারছেন না।

বৈধভাবে পোল্যান্ড, রোমানিয়া, বলিভিয়ায় বাংলাদেশি শ্রমিকরা সম্প্রতি যেতে শুরু করেছেন বলে তিনি জানান।

তবে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর প্রায় দেড় লাখ শ্রমিক বাংলাদেশে ফিরে এসেছেন। তাদের অনেকে ছুটিতে এসেছেন, যাদের আবার যাওয়ার কথা রয়েছে।

কষ্টের স্ট্যাটাস পিকঃ আপনি কি আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট কিংবা স্টোরি আপলোড করার জন্য কষ্টের স্ট্যাটাস পিকচার খুঁজতেছেন? যদি তাই হয় তাহলে এই পোস্টটি কেবল আপনার জন্য। আমরা অনেকেই আছি যারা কষ্টের স্ট্যাটাস পিক পছন্দ করি। কষ্টের ছবি দিয়ে অনেকেই তাদের ফেসবুক মেসেঞ্জার এ পোস্ট করে থাকেন।

স্বাগতম বন্ধুরা আমাদের এই (টেকনিক্যাল বিডি ডটকম) ওয়েবসাইটে। এই পোস্টে আপনারা সেরা Koster Status bangla pic খুঁজে পাবেন। আপনি আপনার পছন্দের কষ্টের স্ট্যাটাস পিক ডাউনলোড করে শেয়ার করতে পারেন।

কষ্টের স্ট্যাটাস পিক ২০২৪ – Koster Status Bangla Pic – কষ্টের ছবি

কষ্টের পিকচার ছেলেদের ও মেয়েদের জন্য বিভিন্ন ডিজাইনের সুন্দর করে তৈরি করেছি আমরা। তাই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।

যারা ভালোবাসায় কষ্ট পায় কিংবা কোন অন্য কারণে কষ্ট পায় তারাই কষ্টকে ভালোবাসে। এজন্য কষ্ট প্রিয় মানুষদের জন্য কষ্টের লেখা পিকচার নিয়ে হাজির হয়েছি।

তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দিবে,
তুমি যখন সবাইকে কষ্ট দিবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে ।

ঝরে যাওয়া পাতা জানে। স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তো আমি ঝরে যাবো সময়ের তালে তোমার মনে।

আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না।

বিশ্বাস আর নিশ্বাস খুব মূল্যবান !
এক বার হারিয়ে গেলে আর ফিরে আসে না ।

যে আমার কান্নার কারণ খুঁজে না,
সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না।

ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম, স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে।

পৃথিবীতে সবকিছু বুজতে সময় লাগে,
কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট !

তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন
একবার ও আমার খোঁজ নেয় না !!

যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায়,
সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দুচোখের জল লুকায়।

মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না!

ছেড়ে দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও,
কারন ভালো রাখার নামই হলো ভালোবাসা।

মন ভাঙ্গলে চোখের কোনে আছড়ে পড়ে ঢেউ,
বুকে কতটা কান্না চাপা থাকে, জানতে পারেনা কেউ।

মনে ছিলো কত সপ্ন, ছিলো কত আশা,
সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা।

তীরটা যখন বুকে ঢুকলো তখন একটুও কষ্ট পায়নি,
যখন দেখলাম মানুষটা আমারই পরিচিত তখনই কষ্ট পেয়েছি।

চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা ?
সত্যি বলছি আমিও যে তোমার মত একা ।

আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি,
কিন্তু সবাই ভুলে যায় আমারো একটা মন আছে।

নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও,
তাহলে একলা কিভাবে থাকতে হয়, তা শিখে নাও।

কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে,
সেটা শুধু সময় বলে দেয় ।

যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না,
সেখানে বাস্তবতা তো নির্মম।

চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়,
কারো প্রতি এতটাও ডুবে যেওনা যাতে নিজেকেই ভেংগে পড়তে হয়।

যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে,
তবে যে ধোঁকা খায়, সে বোকা নয়, সে বিশ্বাসী ।

চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়না.
মাঝে মাঝে চুপ থাকতে হয় ।

দিনশেষে বিশাল আকাশে ঝুলে থাকা চমৎকার
চাঁদটার মতো আমিও একা ।

সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের পানি ফেলতে হয়।
কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন,
যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়।

স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো

হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না,
কিন্তু অনেক কিছু আড়াল করা যায় ।

আমি সেই একজন, যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো।
আমি সেই একজন, যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো।

তোমাকে ভুলতে পারলেও, তোমার স্মৃতিগুলো কখনই
ভুলতে পারবো না।

যেই খাচাতে থাইকা, শিখলি প্রেমের মানেটা,
সেই খাচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না ।

সবথেকে কঠিনতম একাকীত্ব হলো
নিজেকে নিজের ভালো না লাগা ।

মানুষের কখনও কখনও একা থাকা ভালো, কারণ
সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।

অসৎ মানুষের সঙ্গ লাভ করার থেকে নিঃসঙ্গতা ও
একাকীত্ব অধিকতর শ্রেয়।

একাকীত্ব তখনই মানুষ অনুভব করে যখন সে নিজের সাথে
কথা বলে কারণ তখন কেউ তার কথা শোনার মত থাকে না।

একাকীত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না। এটি তখনই তৈরি হয় যখন
নিজের অন্তঃসত্ত্বা বলে যে, তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই।

মনে রেখো তুমি জগতে একা নয়। তোমার মধ্যে সৃষ্টিকর্তা
আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা ও বাস করে।

যে মানুষগুলো সারাজীবন পাশে থাকবে বলে, তারাই ছেড়ে চলে যায়।

চাপা কষ্টের স্ট্যাটাস :

১. কোন এক নীরব কষ্ট মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে থাকে। অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না।

২. কষ্ট হচ্ছে নীরব ঘাতক। যেকোনো মানুষকে যে কোন মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে।

৩. তোমার দেওয়া কষ্টটাই এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার। তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি।

৪. কষ্টের মাধ্যমে আমাদের জীবন অর্থবহ হয়ে ওঠে। এতরফা সুখী জীবন কখনোই মানুষের কাম্য নয়।

৫. মানুষের সহ্য ক্ষমতার বাইরে চলে গেলে, তখন আর সেই কষ্টটাকে গভীর মনে হয় না। বরং তখন সেটা হয় অভিজ্ঞতা।

৬. প্রচন্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি। এখন শত অনুরোধে ও আর তোমার ঘরে ফিরবো না।

৭. যাকে আঁচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম। সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল।

৮. দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্ভেদ্য হয়ে উঠি। নিজের মনের চারিদিকে এক শক্ত প্রাচীর দাঁড় করিয়ে দেই।

৯. এই পৃথিবীতে তুমিহীন কষ্টের চেয়ে আর বড় কিছু কি আছে? নেই হয়তো।

১০. কান্না যেখানে নিত্য সঙ্গী কষ্ট সেখানে সবচেয়ে প্রিয় বন্ধু। যারা একে অপরের অবিচ্ছেদ্য অংশ।

১১. যে কষ্ট সইতে জানে সেই প্রকৃতভাবে সুখের মূল্য দিতে জানে। তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে।

১২. অস্থির ভার সয়ে নেয়ার অসীম ক্ষমতা যার আছে। সেই হয়তো নিজেকে জয় করে নিয়েছে।

চাপা কষ্টের স্ট্যাটাস বাংলা :

আরো নতুন কষ্টের স্ট্যাটাস পেতে নিচে দেখুনঃ

১. তোমাকে কষ্ট দেয়ার মূল্য আজকে আমি হারে হারে টের পাচ্ছি। আমি সবচেয়ে মূল্যবান সম্পদ টা হারিয়ে ফেলেছি।‌

২. কাউকে কষ্ট দেওয়া একপ্রকার পৈশাচিক আনন্দ। মানুষ এই আনন্দটা নিতেই বেশি পছন্দ করে।

৩. কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি। আমি জানিনা এ পথের শেষ কোথায়!

৪. আপনি হয়তো জানেন না আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা, কতটা কষ্ট পার করে এসেছে। তাই প্রতিটি মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করুন।

৫. এক নিদারুণ কষ্ট নিয়ে তোমার কথা ভাবছি। কি দুর্দান্ত রকমের অভিনয় করে গেছো আমার সাথে। ‌

৬. তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি। শুধু বিনিময় আমাকে একটু ভালোবাসা দিও।

৭. এত বিশাল আকাশেরও কষ্ট আছে। বিশালতার উপমায় ছেয়ে যাওয়া আকাশটা ও দিনশেষে একা।

৮. একাকিত্বের কষ্ট মানুষকে পাথরের মতই কঠিন করে দেয়। একটা সময় গিয়ে একা মানুষটা আর কোনো সম্পর্কে জড়াতে চায় না।

৯. কোনো এক কষ্টের মুহূর্তে প্রিয়জনের সঙ্গ পাওয়া যেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সবচেয়ে বড় সৌভাগ্য।

১০. কষ্ট ছুঁয়ে যে সুখ আসে। সেই সুখ ভাগাভাগি করে নেয়া যায় না।

১১. এক বুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা আর মহাসাগর পাড়ি দেয়া একই কথা। ‌ মনে হয় যেন এর কোন অন্ত নেই।

১২. তোমাকে ভালোবেসে যে কষ্ট আমি সয়েছি। তা হয়তো তুমি আন্দাজ করতে পারবে না।

ভালোবাসার কষ্টের স্ট্যাটাস :

কিছু ভালোবাসার কষ্টের স্ট্যাটাস পড়ে দেখতে পারেন এখানেঃ

আমাদের ভিতরটা যখন কষ্টে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট
উপচে পড়ে বাহিরে চলে আসে। আমরা তার নাম দিয়েছি অশ্রু –
এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট ।

আজও সূর্য উঠে নতুন আলোয় 
আবার নতুন দিনের আগাম জানান দিয়ে ডুবেও যায় 
শুধু তার পানে চেয়ে তাকিয়ে থাকার অনুভূতি টাই আজ ম্লান 
তবুও কেটেই যাচ্ছে সময় নিজের মতো 
বুকে নিয়ে এক গভীর ক্ষত 

আমি মানবিকতায় দুর্বল, কারণ আমি অমানবিকতা দেখেছি,
আমি আসহায়ের প্রতি দুর্বল, কারণ আমি অসহায়ত্ব দেখেছি ।

সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই অনুভব করার নাম নিঃসঙ্গতা।

সময় আর ভালোবাসা আজকাল পাল্লা দিয়ে বদলায়!
কত প্রিয় মানুষ হয়ে যায় অপ্রিয়,কত ভালোবাসা রূপ নেয় ঘৃণায়,
কত অতীত মুখথুবড়ে পড়ে থাকে বিষাক্ত স্মৃতির ক্যানভাসে!
তবুও মানুষ ভালো থাকে,অতীত ভুলে বর্তমানকে সাজায়।

আমরা জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা করি সেটা হল অভিনয়। আর অভিনয় করতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হল মিথ্যার অনুশীলন। অভিনয় আর মিথ্যার বলয় থেকে যে নিজেকে বের করতে পারবে সেই পাবে প্রকৃত মু্ক্তির স্বাদ।

কষ্টের স্ট্যাটাস পিক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *