(Live Update Today) Poran 2022 box office collection Total bangladesh

(Live Update Today) Poran 2022 box office collection Total bangladesh

Poran Box Office Collection Day 10

Poran Box Office Budget –

Poran Bengali Movie Box Office Budget – 75 L

Poran Box Office Collection All Days

Poran Box Office Collection Day 1

Poran First Day Collection

Bangladesh – 0.50 Lakh

Poran Box Office Collection Day 2

Poran 2 Day Collection

Bangladesh – 0.60 Lakh

Poran Box Office Collection Day 3

Poran 3rd Day Collection

Bangladesh – 0.40 Lakh

Poran Box Office Collection Day 5

Poran 5 Day Collection

Bangladesh – 0.2 Lakh (Approx)

Poran Box Office Collection Day 6

Poran 6 Day Collection

Bangladesh – 0.1 Lakh (Approx)

Poran Box Office Collection Day 7

Poran 7 Day Collection

Bangladesh – 2 Lakh (Approx)

Poran Box Office Collection Day 8

Poran 8 Day Collection

Bangladesh – 1 Lakh (Approx)

Poran Box Office Collection Day 9

Poran 9 Day Collection

Bangladesh – 4 Lakh (Approx)

Poran Box Office Collection Day 10

Poran 10 Day Collection

Bangladesh – 5 Lakh (Approx)

Total 9 Day Collection Poran Movie

Total Collection – 1.22 CR Approx

(Live Update Today) Poran 2022 box office collection Total bangladesh

পরাণে অনন্যা ‘’বিদ্যা সিনহা সাহা মীম’’


অনন্যা শব্দের অর্থ তো আমরা সবাই জানি। একমাত্র বা অদ্বিতীয়। অর্থাৎ যার তুলনা সে নিজেই।
‘’পরাণ’’ সিনেমায় বিদ্যা সিনহা সাহা মীমের নাম থাকে ‘অনন্যা’। সিনেমাটি দেখার পর যে কেউ বলবে- সত্যিই এ ছবিতে বিদ্যা সিনহা সাহা মীম ছিলেন অনন্যা হয়ে।


এ ছবির পর এ সময়ের বাংলা সিনেমার নায়িকা বা অভিনেত্রী হিসেবে তিনি ‘’অনন্যা’’ টাইটেলটির সবচেয়ে যোগ্য দাবিদার বটে।


রায়হান রাফি নির্মিত ‘’পরাণ’’ এবার ইদে মুক্তির পর থেকে সিনেপ্লেক্সগুলোতে নজিরবিহীন সাফল্য পাচ্ছে।


দেশের সবচেয়ে বড় মাল্টেপ্লেক্স স্টার সিনেপ্লেক্সে প্রথম সপ্তাহে মাত্র চারটি শো নিয়ে চললেও আজ শো সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২১টিতে। যা সিনেপ্লেক্সের মোট শো- এর তিন ভাগের এক ভাগ কিংবা তারও বেশী। আগামী সপ্তাহেও সিনেপ্লেক্সে এরকম ভরপুর শো নিয়ে চলবে এ ছবি।

পাশাপাশি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ এবং ইয়াশ রোহান।


শরিফুল রাজ এবং ইয়াশ রোহান- এই দুই অভিনেতাই অত্যন্ত ভালো অভিনয় করেছেন। তবে ছবির গল্প গড়ে উঠেছে বিদ্যা সিনহা সাহা মীমের করা ‘’অনন্যা’’ চরিত্রটিকে কেন্দ্র করে।


মীমের দীর্ঘ্য ক্যারিয়ারে এতোটা শক্তিশালী চরিত্র এর আগে কমই পেয়েছেন। হুমায়ূন আহমেদের ‘’আমার আছে জল’’ (২০০৮) ছিলো তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত কাজ। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রটি করেছিলেন তিনি। এরপর আরো কিছু ছবিতে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে। জোনাকির আলো (২০১৪) ছবিটিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। কিন্তু সর্বমহলে তাকে নিয়ে এতোটা আলোচনা হুমায়ূন আহমেদের ‘’আমার আছে জল’’ ছবিটির পর রায়হান রাফী’র ‘’পরাণ’’ দিয়েই হলো।


‘’পরাণ’’ – এ মীমের চরিত্রটি গ্রে শেডের। অনেকেই তাকে নেগেটিভ চরিত্র বলে বিবেচনা করছেন। কিন্তু বাস্তবে নির্মাতা অনন্যাকে পজেটিভ বা নেগেটিভ ভাবে তুলে ধরেননি বরং একটা বাস্তব চরিত্র হিসেবে তুলে ধরেছেন। তার কিছু কর্মকান্ড যেমন অনৈতিক তেমনি তার সিচুয়েশন বিবেচনায় তাকে জাজ করারও সুযোগ নেই।


যেমন- অনন্যা মফস্বলের এক সুন্দরী মেয়ে। পড়াশোনায় যার মন বসেনা। এমতাবস্থায় এক বখাটে তাকে ডিস্টার্ব করলে সে পরিবারের কাছে সব খুলে বলে। কিন্তু কেউ তার কথা গুরুত্ব দিয়ে শোনে না। বরং উল্টো তাকেই দোষারোপ করে।
অনন্যা বুঝতে পারে যে, সমাজটা সরল মানুষের জন্য নয়।


সে তাই বখাটে প্রেমিককে নিজের স্বার্থে কাজে লাগায়। অন্যদিকে সে সত্যিকারের ভালোবাসে নম্র, ভদ্র সিফাতকে।


একসময় সে যেন নিজেরই তৈরী জালে আটকে পড়ে। সেখান থেকে সে বের হতে চায়। কিন্তু বের হতে গিয়ে সে আরো ভয়ঙ্করভাবে আটকে পড়ে।
এমন একটি জটিল চরিত্র বাংলা সিনেমায় বর্তমানে রেয়ারই বলা যায়।


আগে বাংলা সিনেমায় শাবানা, ববিতা, শাবনূরদের মতো তারকা অভিনেত্রীদের বিভিন্ন শক্তিশালী চরিত্রে নিয়মিত অভিনয় করতে দেখা গেছে।
কিন্তু বর্তমানের নায়িকারা বা অভিনেত্রীরা এমন সুযোগ কালেভদ্রেই পেয়ে থাকেন। বানিজ্যিক সিনেমায়তো নায়িকাদের চরিত্রের গুরুত্ব দিন দিন কমছে। নায়িকাদের এমন ক্রান্তিকালে বিদ্যা সিনহা সাহা মীম ‘’পরাণ’’ ছবিতে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন যেটি যে কোন অভিনেত্রীর জন্য অনেক বড় প্রাপ্তি।

https://www.ispyprice.co/poran-2022-bangla-movie-online-watch/


মীম সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছেন বলেই আজ তাকে নিয়ে কিংবা তার সিনেমা নিয়ে এতো আলোচনা হচ্ছে।


‘’পরাণ’’ মীমের চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট। ভবিষ্যতে এভাবে বেছে বেছে ভালো ছবিতে ভালো চরিত্রে অভিনয় করে গেলে মীম বাংলা সিনেমার এ সময়ের অনন্যা নায়িকা বা অভিনেত্রী হিসেবেই সকলের কাছে সমাদৃত হবেন বলে আমি মনে করি।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *