কিভাবে বুঝবেন সে আপনাকে মিস করে কিনা? – Love Tips.ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় ।মেয়েদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়।ছেলেরা কিভাবে ভালোবাসা প্রকাশ করে।
কিভাবে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে।ভালোবাসা পরীক্ষা করার উপায়।ভালোবাসার প্রমান কি।সত্যিকারের ভালোবাসা কেমন হয়।সে কি আমায় মিস করে।
আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে ছাড়া আমার কোন অস্তিত্ব নেই। এই সমস্ত কথা একজন আরেকজনকে খুব সহজেই বলে দেয়।
কারণ এই সমস্ত কথা বলতে কোন ট্যাক্স লাগে না। কিন্তু কিছু মাস বা কিছু বছর পর তারাই তাদের আসল রূপ দেখায়।কিন্তু তখন আর উপায় কী দুঃখ ছাড়া।
আমি এমন সম্পর্ক দেখেছি যেখানে 6-7 বছর প্রেম করে বিয়ে করার পর সংসারে বিভিন্ন ঝামেলার শুরু হতে এবং এক মাসের মধ্যে ডিভোর্স শুরু হতে। তাই আপনি পরবর্তীকালে দুঃখ পেতে না চাণ।
তাহলে সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরী করুন। অথবা আপনি অলরেডি সম্পর্কে যুক্ত থাকলে সেটা সঠিক সম্পর্ক না ভুয়ো সম্পর্ক তা চিনতে পারা খুবই দরকার। না হলে পরবর্তী জীবন সুখে নয় দুঃখে কাটাতে হবে।
মানুষ যখন কোন কোম্পানিতে টাকা ইনভেস্ট করে তখন ওই কোম্পানি সম্পর্কে ভালো করে খোঁজ নেয় যে, কোম্পানিটা ফ্রট নাকি ভালো। এই ভাবে মানুষ তার টাকা সুরক্ষিত রাখার জন্য অনেক পরিশ্রম করে।
সেরকম ভাল সম্পর্ক তৈরী করতে এবং নিজের জীবন সুরক্ষিত রাখতে অপরজনের প্রকৃত নাকি নকল তা বোঝা অত্যন্ত জরুরি।
এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে প্রেম প্রকৃত না নকল তা আগে থেকে বুঝবো কিভাবে? কেন বোঝা যাবে না। নিশ্চয়ই বোঝা যায় আপনাকে শুধু এই পাঁচটি দিক লক্ষ্য রাখতে হবে।
কিভাবে বুঝবেন সে আপনাকে মিস করে কিনা?
• আপনি যার সঙ্গে সম্পর্কের জড়িত আছেন, সে আপনাকে দিতে ভালোবাসে না আপনার কাছ থেকে পেতে ভালোবাসে।
যারা প্রকৃত ভালোবাসে তারা দিতে ভালোবাসে। যারা শুধু নেবার চেষ্টা করে তারা প্রকৃত ভালোবাসে না।তাদের অন্য কিছু অভিসন্ধি রয়েছে
• আপনাকে দেখতে হবে, আপনি যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন সে আপনার কতটা পরোয়া করে। কারণ যে আপনাকে প্রকৃত ভালোবাসে সে সব থেকে বেশি আপনার পরোয়া করবে।
• আপনাকে খেয়াল করতে হবে যে, আপনার এই সম্পর্কে আপনি সুখ অনুভব করেন। নাকি দুঃখ অনুভব করেন। আপনার সঙ্গীর সঙ্গে থাকার সময় আপনার হালকা বোধ হয়। নাকি ভারী ভারী অনুভব হয়।
দুশ্চিন্তায় ডুবে থাকেন। যে সম্পর্কে আপনার এখন শান্তি অনুভব হয় না সেটা অবশ্যই ভবিষ্যতে আপনাকে সুখী করবে না। কারণ এখানে প্রকৃত ভালোবাসা নেই।
• যে আপনাকে ভালোবাসে দেখতে হবে যে, সে আপনার কাছে কোন কথা লুকাই কিনা অথবা মিথ্যা বলে কিনা।কারন আমরা যাদের প্রকৃত ভালোবাসে তাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে চাই। অনেক ছোট ছোট কথা শেয়ার করতে চাই।
তাই যদি তারা আপনার কাছে কোন কথা লুকাতে চায় বা সত্যি কথা না বলে মিথ্যা কথা বলে। সে আপনাকে প্রকৃত প্রেম করেনা কারণ যেখানে মিথ্যা আছে সেখানে প্রকৃত প্রেম নেই।
• যে আপনাকে ভালোবাসে, দেখতে হবে সে আপনার সঙ্গে কতটা সময় কাটাতে ভালোবাসে। সে আপনার সঙ্গে সময় কাটাতে চায়, নাকি এ কথা সে কথা বলে আপনাকে avoid করে
যে আপনাকে ভালোবাসে সে আপনার সঙ্গে সময় কাটাতে অবশ্যই চাইবে। এখন কাজ আছে, তখন কাজ আছে বলে, এভোয়েড করবে না। যতই ব্যস্ত থাকুক একটা নির্দিষ্ট টাইম সে অবশ্যই আপনার সঙ্গে সময় কাটানোর জন্য রাখবে।
এই পাঁচটি জিনিস আপনি যদি খেয়াল করেন তবে অবশ্যই বুঝতে পারবেন সে আপনাকে সত্যি ভালোবাসে কিনা। এবং আপনাদের সম্পর্ক সঠিক, নাকি ভুয়া। “কিভাবে বুঝবেন সে আপনাকে মিস করে কিনা?” পোস্টটি ভালো লাগলে কমেন্ট করুন আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে বা প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন।