চিত্রনায়িকা মাহিয়া মাহি আজকের নির্বাচনের ফলাফল ২০২৪। Mahiya Mahi Today Election Result
শারমিন আকতার নিপা (মঞ্চ নাম মাহিয়া মাহি হিসেবেই অধিক পরিচিত; জন্ম: ২৭ অক্টোবর ১৯৯৩) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[৩] ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের একজন।[৪][৫][৬][৭]
জন্ম ও শৈশব
মাহিয়া মাহি ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। তার পিতার নাম আবু বকর এবং মাতার নাম দিলারা ইয়াসমিন।
শিক্ষাজীবন
তিনি ঢাকা উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। বর্তমানে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের উপর পড়াশুনা করেছেন।
ব্যক্তিগত জীবন
মাহি ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে পরিনয়সূত্রে আবদ্ধ হন। ২০২১ সালের জুন মাসে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিনি গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ আছেন। তারা ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন।[৮] এই দম্পতি ২০২৩ সালের ২৮ মার্চ একটি পুত্র সন্তান জন্ম দেন।
তিনি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নির্বাচনে অংশ নেন
মাহিয়া মাহি | |
জন্ম | শারমিন আকতার নিপা ২৭ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০) তানোর, রাজশাহী, বাংলাদেশ |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
উচ্চতা | ৫ ফু ৬ ইঞ্চি (১.৬৮ মি) |
দাম্পত্য সঙ্গী | পারভেজ মাহমুদ অপু (২০১৬-২০২১) রাকিব সরকার (২০২১-বর্তমান) |
সন্তান | মোঃ মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার |
পিতা-মাতা | আবু বকর (পিতা) দিলারা ইয়াসমিন (মাতা) |
ভোট দিতে পারবেন না মাহি ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল তুলে ধরার জন্য ডিজিটাল ম্যাপ সংযোজন করেছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম সময় নিউজ ডট টিভি। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ম্যাপের মাধ্যমে তা জানতে পারবেন পাঠকরা।
প্রার্থী হলেও নিজের আসনের ভোটার না চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক চৌধুরী। ফলে এই দুই প্রার্থী নিজের পক্ষে ভোট দিতে পারবেন না।
এই আসনে চলচ্চিত্র তারকা শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে এবং বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসনের প্রার্থী হলেও তিনি ঢাকা গাজীপুরের ভোটার। এছাড়া অপর প্রার্থী ওমর ফারুক চৌধুরী রাজশাহী সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার। ওমর ফারুক একটানা তিনবারের সংসদ সদস্য আসনটি থেকে। তবে মাহিয়া মাহি এই প্রথম আসনটি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।
এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, ভোটার হতে হবে এটা যদি বড় বিষয় হতো। তাহলে কেউ ভোট করতে পারত না। আমি এদেশের নাগরিক এটাই সবচেয়ে বড় বিষয়।
এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মাহিয়া মাহি তানোরের ভোটার না। এছাড়া ওমর ফারুক চৌধুরীও তানোরের ভোটার না। তিনি শহরের ভোটার। নির্বাচনী আসনে ভোটার হতেই হবে এমন নয়।
মানচিত্রে ভোটের ফলাফল জানা যাবে ‘সময়’র ওয়েবসাইটে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফলাফল তুলে ধরার জন্য ডিজিটাল ম্যাপ সংযোজন করেছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম সময় নিউজ ডট টিভি। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই এই ম্যাপের মাধ্যমে তা জানতে পারবেন পাঠকরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল খবর সবার আগে পৌঁছে দিতে কাজ করছে দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম সময় মিডিয়া লিমিটেড। দেশব্যাপী এক ঝাঁক সংবাদকর্মী এজন্য নিরলসভাবে কাজ করছেন। ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং খবর একসঙ্গে সহজে পাঠকদের জানানোর জন্য করা হয়েছে আলাদা পেজ। এতে প্রবেশ করে পাওয়া যাবে আসনের সীমানা, মোট ভোটকেন্দ্র, এতে মোট ভোটারের সংখ্যা, পুরুষ ভোটার এবং নারী ভোটারের সংখ্যা। এছাড়া আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের দলের নাম, প্রতীকসহ বিস্তারিত তথ্য।
ডিজিটাল ম্যাপর মাধ্যমে ভোটের ফলাফল জানবেন যেভাবে:
- স্মার্টফোন কিংবা কম্পিউটারের ব্রাউজার থেকে প্রথমে election.somoynews.tv/results এই ঠিকানায় প্রবেশ করতে হবে।
- ওয়েবপেজটি লোড হওয়ার পর সামনে আসা মানচিত্রে কাঙ্ক্ষিত বিভাগের নামের ওপর ক্লিক করতে হবে। তবে মানচিত্রের পাশে থাকা বিভাগ নির্বাচন অপশন থেকেও বিভাগটি সিলেক্ট করা যাবে।
- বিভাগ সিলেকশনের পর একই উপায়ে জেলা সিলেক্ট করতে হবে। এই অপশনটিও মানচিত্রে ক্লিক কিংবা জেলা নির্বাচন অপশন থেকে সিলেক্ট করা যাবে।
- জেলা সিলেকশনের পর একই উপায়ে কাঙ্ক্ষিত আসনটি সিলেক্ট করলেই মিলবে ওই আসনের বিস্তারিত তথ্য ও ফলাফল।
ডিজিটাল ম্যাপের বিষয়ে সময় নিউজ ডট টিভির সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান বলেন, সর্বশেষ সঠিক সংবাদটি পাঠকদের মাঝে সবার আগে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন সময় নিউজের কর্মীরা। ভোটের ফলাফল নিয়ে দর্শকদের আগ্রহের বিষয়টিকে মাথায় রেখে ডিজিটাল ম্যাপ সময় নিউজের নতুন সংযোজন। এই ম্যাপের মাধ্যমে দর্শকরা খুব সহজেই তার কঙ্ক্ষিত আসনের ফলাফল জানতে পারবেন।