মানচিত্র কাকে বলে । মানচিত্র কত রকমের ও কি কি
মানচিত্র বা ম্যাপ কাকে বলে ?
মানচিত্র ভূমির সাংকেতিক প্রতিচ্ছবি। দেশের সার্ভে বিভাগ কর্তৃক অনুমোদিত নির্ধারিত রং এর ব্যবহারে কোন এলাকার ভূমির উল্লেখ যোগ্য প্রাকৃতিক ও কৃত্তিম বস্তু সমূহকে নির্দিষ্ট সাংকেতিক চিহ্নের মাধ্যমে কাগজ বা কাপড়ের উপর ক্ষুদ্রাকারে মাপনী অনুযায়ী অঙ্কন করাকে ম্যাপ বা মানচিত্র বলে।
ম্যাপ শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে ?
মানচিত্র প্রাচীনকালে চামড়া, কাপড়, তুলোট কাগজের ওপর সাধারণত আঁকা হত । ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ‘ম্যাপা’ থেকে, যার অর্থ কাপড় । মানচিত্র আঁকার বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি । বর্তমানে ঘরে বসেই উপগ্রহের চিত্রের মাধ্যমে কম্পিউটার দ্বারা মানচিত্র তৈরি করা যায় ।
মানচিত্র স্কেল কাকে বলে, কয় প্রকার ও কি কি ?
মানচিত্রের স্কেল হল ভূমির সাথে সংশ্লিষ্ট দূরত্বের সাথে মানচিত্রে দূরত্বের অনুপাত। এই সহজ ধারণাটিও পৃথিবীর পৃষ্ঠের বক্রতা জন্য জটিল বলে মনে হয় যে কারণে মানচিত্রের বিভিন্ন স্থানে বিভিন্ন স্কেল ব্যবহার করতে হয়।
মানচিত্র স্কেল তিন প্রকার। যথা – ১) বিবৃতি মূলক স্কেল ২) ভগ্নাংশ সূচক স্কেল ৩) লৈখিক স্কেল ।
মৌজা মানচিত্র কাকে বলে ?
মৌজা মানচিত্র (04950911191) : মৌজা বা 094581 শব্দটির আভিধানিক অর্থ সম্পত্তি নথিভুক্ত করা । সুতরাং
সম্পত্তির মালিকানার হিসাব রাখার জন্য যে মানচিত্র তৈরি করা হয় তাকে মৌজা মানচিত্র বলে । এ ধরনের মানচিত্র
সাধারণত গ্রামে ব্যবহৃত হয়। মৌজা মানচিত্র একটি, দুইটি বা তিনটি গ্রাম নিয়ে হতে পারে । আবার একটি গ্রামের
অংশবিশেষ নিয়েও হতে পারে । এই মানচিত্রের ক্কেল সাধারণত ১. “১ মাইল পর্যন্ত হয়।
বিষয় ভিত্তিক মানচিত্র কাকে বলে ?
প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতি্ জনসংখ্যা প্রভৃতি বিভিন্ন বিষয়ের কোন একটির উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় তাকে বিষয় ভিত্তিক মানচিত্র বা থিমেটিক মানচিত্র বলে। যেমন নদনদী মানচিত্র, আবহাওয়া মানচিত্র জনসংখ্যা মানচিত্র ইত্যাদি।
দেয়াল মানচিত্র কাকে বলে ?
দেওয়ালে টাঙানোর জন্য সমগ্র পৃথিবীর বা বিভিন্ন দেশ মহাদেশের যে মানচিত্র অংকন করা হয় তাকে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ বলে । এই মানচিত্র প্রাকৃতিক, রাজনৈতিক , অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে । ১ ইঞ্চি তে ১০০ বা ২০০মাইল প্রভৃতি স্কেলে এই মানচিত্র অঙ্কন করা হয়।
প্রাকৃতিক মানচিত্র ফিজিক্যাল ম্যাপ কাকে বলে ?
যে সকল মানচিত্রে প্রাকৃতিক বিষয় যেমন পাহাড় , পর্বত , মালভূমি , সমভূমি , নদনদী , জলবায়ু ইত্যাদি দেখানো হয় , তাকে প্রাকৃতিক মানচিত্র বলে।
সামাজিক মানচিত্র কাকে বলে ?
যে মানচিত্রের মাধ্যমে মানব সমাজের বিভিন্ন জাতি , উপজাতি , সম্প্রদায় , ভাষা , উৎসব-অনুষ্ঠান সম্বন্ধে তথ্য সরবরাহ করা হয় , তাকে সামাজিক মানচিত্র বলে ।
আবহ মানচিত্র কাকে বলে ?
কোন স্থানে নির্দিষ্ট দিনের বিশেষ একটি সময়ের উষ্ণতা , আর্দ্রতা , বায়ুচাপ , বৃষ্টিপাত , মেঘাচ্ছন্নতা , বায়ুর দিক , বায়ুর বেগ প্রভৃতি প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে যে মানচিত্রে দেখানো হয় , তাকে আবহমান চিত্র বলে ।
রাজনৈতিক মানচিত্র কাকে বলে ?
যে সকল মানচিত্রে রাজ্য , জেলার সীমানা , অবস্থান ইত্যাদি দেখানো হয় , তাকে রাজনৈতিক মানচিত্র বলে ।
অর্থনৈতিক মানচিত্র কাকে বলে ?
অর্থ উপার্জনের উৎস গুলির উপর ভিত্তি করে যেসব মানচিত্র তৈরি করা হয় , তাকে অর্থনৈতিক মানচিত্র বলে । কৃষিজ, খনিজ ও শিল্প দ্রব্য গুলির উৎপাদন কেন্দ্রের বন্টন ও তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি দেখানো হয় অর্থনৈতিক মানচিত্রে।
কার্টোগ্রাফি কাকে বলে ?
কার্টোগ্রাফি হল মানচিত্র অংকন বিদ্যা । এই শাস্ত্র দ্বারা বিভিন্ন পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্য কোন বিষয়কে চিত্ররূপে উপস্থাপিত করার কৌশল জানা যায় ।
কার্টোগ্রাম কাকে বলে ?
যখন ভৌগোলিক তথ্যকে বিন্দু ,রেখা , প্রভৃতি চিহ্ন দ্বারা সরলীকৃত চিত্ররূপে মানচিত্রে উপস্থাপন করা হয় , তখন তাকে কার্টোগ্রাম বা মাপচিত্র বলে।