মাহিয়া মাহির সাথে তথ্যপ্রতিমন্ত্রীর টাকলা মুরাদের অডিও ফাঁস Murad hasan’s call recording

মাহিয়া মাহির সাথে তথ্যপ্রতিমন্ত্রীর টাকলা মুরাদের অডিও ফাঁস Murad hasan’s call recording।

মুরাদ হাসান বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশের জামালপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য। তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন

মুরাদ হাসান
প্রতিমন্ত্রী,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় সংসদ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮ – বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৭ নভেম্বর ১৯৭৪ (বয়স ৪৭)
জামালপুর জেলা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পিতামাতাএ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার (পিতা)
মনোয়ারা বেগম (মাতা)[১]
শিক্ষাএম.বি.বি.এস, এম.ফিল
প্রাক্তন শিক্ষার্থীময়মনসিংহ মেডিকেল কলেজ
পেশারাজনীতি
জীবিকাডাক্তার

প্রাথমিক জীবন

১০ অক্টোবর ১৯৭৪ সালে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলাধীন দৌলতপুর গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম এড. মতিয়র রহমান তালুকদার, মাতা: মনোয়ারা বেগম।

শিক্ষা

জামালপুর শহরস্থ কিশলয় আদর্শ বিদ্যা নিকেতনে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু। ১৯৯০ সালে তিনি জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯৩ সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং ২০০০ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ২০০৪-২০০৫ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে ‘Plastic & Reconstructive Surgery’র উপর Post Graduation Training (PGT) সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হতে ২০১১ সালে Radiation Oncology’র উপর এম. ফিল ডিগ্রী অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনকোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন ।

রাজনৈতিক জীবন

তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিরও কেন্দ্রীয় সদস্য। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর আজীবন সদস্য। [১]

পারিবারিক জীবন

তার পিতা এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি এবং জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন।[১][৫] ব্যক্তিগত জীবনে এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। তার স্ত্রী ডা: জাহানারা এহসানও পেশায় একজন ডাক্তার।

সমালোচনা

২০২১ সালের অক্টোবরে মুরাদ হাসান তার এক বক্তব্যে বাংলাদেশের বর্তমান সংবিধান নিয়ে সংশয় প্রকাশ করেন। তার ব্যক্তিগত মন্তব্যে তিনি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ এবং ১৫তম সংশোধনী বাতিল করে ১৯৭২ সালের সংবিধান পুনর্বহাল রাখার ইচ্ছা পেশ করেন।[৬][৭] কিন্তু বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা উল্লেখ থাকায় এবং সকল ধর্মের প্রতি সমান মর্যাদা উল্লেখ থাকায় তার প্রস্তাবটি নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়।[৮][৯] ১ ডিসেম্বর রাতে ‘অসুস্থ খালেদা, বিকৃত বিএনপির নেতাকর্মী’ শিরোনামে এক ফেসবুক লাইভে যুক্ত হন মুরাদ হাসান। লাইভটির সঞ্চালক ছিলেন নাহিদ রেইনস নামে এক ইউটিউবার ও ফেসবুকার। লাইভের এক পর্যায়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি বিভিন্ন মন্তব্য করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্ম ও পরিবার নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।[১০] তিনি জাইমা রহমানকে লুইচ্চা বলে অভিহিত করেন। আরো বলেন, প্রতিরাতে কৃষ্ণাঙ্গ পুরুষের সঙ্গে না শুইলে নাকি তার হয় না। ক্ষমতাসীন কারো মুখে এহেন মন্ত্যবকে নিন্দা জানাতে দেরি করে নারীবাদী গোষ্ঠী। পরে তারাও নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। রোববার সন্ধ্যায় নারীপক্ষের বিবৃতিতে প্রশ্ন করা হয়েছে, এ ধরনের, ‘নারীবিদ্বেষী ও বর্ণবাদী কথন কী করে একজন জনপ্রতিনিধি কেবল নয়, মন্ত্রী পরিষদের সদস্যও বটে, উচ্চারণ করতে পারেন এবং এর জন্য আবার গর্ব প্রকাশ করেন?’ সাক্ষাৎকার নেয়া নাহিদ রেইনস প্রতিমন্ত্রীর বক্তব্য উপভোগ করছিলেন বলে দৃশ্যমান হয়েছে বলেও মনে করে নারীপক্ষ। তাদের দাবি, ‘তার অঙ্গভঙ্গি ও প্রশ্ন করার ধরন প্রতিমন্ত্রীকে এহেন বক্তব্য দিতে আরও উসকিয়ে দেয়।’[১১] তবে মি. হাসান বিবিসিকে বলেছেন, তিনি এসব বক্তব্য দিয়ে কোন ভুল করেননি। এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের উপর থেকে কোন চাপও নেই।[১২] এদিকে ০৬ ডিসেম্বর ২০২১ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফোনালাপ ভাইরাল হয়। দাবি করা হচ্ছে, এই কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন বাংলা ট্রিবিউনের এক খবরে জানা যায়।[১৩] ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। তবে এ নিয়ে তথ্য প্রতিমন্ত্রী কিংবা মাহিয়া মাহির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনও বক্তব্য পাওয়া যায়নি।[১৪]

https://youtu.be/X0loA9fTaIA

তথ্যসূত্র
“সরিষাবাড়ীতে আনন্দের বন্যা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন ডা. মুরাদ হাসান”। www.dailyinqilab.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।

“স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন ডা. মুরাদ হাসান”। www.bangladeshtoday.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।

“স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে ডা. মুরাদ হাসান || জাতীয়”। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ
২০১৯-০৭-১৭।

[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
“তিন চিকিৎসক নতুন মন্ত্রিসভায়”। www.sarabangla.net। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।
“ময়মনসিংহ বিভাগে পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী”। www.banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০১-০৭।

“৭২ এর সংবিধানে ফেরার দাবি সংসদে তুলবেন প্রতিমন্ত্রী মুরাদ”। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭।

প্রতিবেদক, নিজস্ব। “কেউ কথা না বললেও আমি মুরাদ সংসদে কথা বলব: তথ্য প্রতিমন্ত্রী”। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭।

“তথ্য প্রতিমন্ত্রীর সমালোচনায় রিজভী”। jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭।

রিপোর্টার, রংপুর থেকে স্টাফ। “প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অপসারণ দাবি রসিক মেয়রের”। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৭।

“প্রতিমন্ত্রী মুরাদ ইস্যু প্রধানমন্ত্রীকে জানাবেন কাদের”। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৬।

“মুরাদ এখনও কীভাবে প্রতিমন্ত্রী, প্রশ্ন নারীপক্ষের”। Newsbangla24। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৬।

“তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ চায় বিএনপি”। BBC News বাংলা। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৬।

“‘প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি মাত্র'”। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৬।

“ফোনালাপে ধর্ষণের হুমকি: তোপের মুখে তথ্য প্রতিমন্ত্রী”। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৬।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2352

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
(Official) Jhumka Jhule Kane Haay Song Lyrics ঝুমকা ঝুলে কানে হায় লিরিক্স shab e barat 2023 namaj koto rakat Xiaomi Bangladesh realme narzo 50i prime,Review,Processor,Picture,black,gsmarena,wallpaper,price in bangladesh World Refugee Day 2022: When did it begin? What is the theme of the year?