OnePlus 9 RT জানুন দাম এবং ফিচার

OnePlus 9 RT জানুন দাম এবং ফিচার

OnePlus 9 RT স্মার্টফোন টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। কোম্পানির তরফে জানানো হয়েছে যে OnePlus 9 RT মডেল আগামী 13 অক্টোবর লঞ্চ করতে চলেছে। এই নতুন মোবাইলে OnePlus 9 R মডেলের নেক্সট জেনারেশন ফোন হিসেবে মার্কেটে আসতে চলেছে। OnePlus ব্র্যান্ড নতুন এই মডেলের বেশ কয়েকটি রেন্ডার লিক করেছে। যেখানে নতুন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গিয়েছে। নতুন স্মার্টফোন ছাড়াও আগামী সপ্তাহে OnePlus ব্র্যান্ড মার্কেটে লঞ্চ করতে চলেছে One Plus Buds Z2।

OnePlus 9RT 5G Price in Bangladesh October 2021

The OnePlus 9RТ is now available in two variants (128/256GB/8/12GB RAM). Now, the 9RT 5G’s Price is 50000 taka in Bangladesh. 9 RT has a 4500mAh battery with 65W fast charging. This device is running with Android 11 and powered by the Qualcomm SM8350 Snapdragon 888 5G (5 nm) chipset.

ModelOnePlus 9RT 5G
PriceBDT. coming soon
Display6.55″ 1080×2400 pixels
RAM8/12 GB
ROM128/256 GB
ReleasedOctober 2021

চাইনিজ প্ল্যাটফর্ম উইবোতে (Weibo) ঘোষণা করা হয়েছে যে 13 অক্টোবর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী বিকেল 5 টায় OnePlus 9 RT ফোন লঞ্চ করবে। জানা গিয়েছে চিনে লঞ্চের কিছুদিন পরেই ভারতে লঞ্চ করতে পারে OnePlus 9 RT মডেল। এছাড়াও 13 অক্টোবর One Plus Buds Z2 লঞ্চ করা হচ্ছে যাতে রয়েছে TWS ফিচার।

ONEPLUS 9 RT ফোনের সম্ভাব্য দাম-

চিনের ই-কমার্স সাইট JD.com থেকে ক্রেতারা এখন এই ফোনের প্রি- বুকিং করতে পারছেন। জানা যাচ্ছে এই ফোনের দাম হতে পারে CNY 2000 থেকে CNY 3000 –র মধ্যে। যা ইন্ডিয়ান কারেন্সিতে 23,300 টাকা থেকে 34,900 টাকা মতন। তবে এখনো অফিসিয়ালি দাম সম্পর্কে কিছু জানা যায়নি।

ONEPLUS 9 RT ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন- 

  • OnePlus 9 RT ফোন থাকতে পারে এইচডি  ডিসপ্লে এবং  রিফ্রেশ রেট হতে পারে 120Hz।
  • এই ফোন আসতে পারে পাওয়ার ফুল ব্যাটারি সমেত যা  সাপোর্ট করবে ওয়্যারপ ফ্ল্যাশ চার্জ।
  • এই ফোন কাজ করতে পারে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর।
  • এই ফোনে থাকতে পারে 50MP Sony IMX766 প্রাইমারি ক্যামেরা।
  • এছাড়া ব্যাটারি ফিচার হিসেবে পাওয়া যেতে পারে 4,500 mAh ব্যাটারি।
  • ফোনে থাকতে পারে 65W ফাস্ট চার্জের সাপোর্ট।
  • রিপোর্ট অনুসারে এখনো পর্যন্ত এই মোবাইলে লঞ্চ হতে পারে তিনটি কালার ভ্যারিয়েন্টে। তবে কোম্পানির প্রকাশিত রেন্ডারে গ্রে-কালার ভ্যারিয়েন্টের দেখা মিলেছে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *