Oppo A56 5G পাওয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২০ হাজার টাকার কম

Oppo A56 5G পাওয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২০ হাজার টাকার কম

Oppo A56 5G পাওয়ার ফুল ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম ২০ হাজার টাকার কম

Oppo তাদের জনপ্রিয় A সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। নতুন এই হ্যান্ডসেটটির নাম Oppo A56 5G। এটি চলত মাসের প্রথমে ভারতে আত্মপ্রকাশ করা Oppo A55-এর সাক্সেসর হিসেবে এসেছে। Oppo A55-এর ডিজাইনের সাথে Oppo A56 5G-এর যেমন মিল রয়েছে, তেমনই দু’টি ফোনেই স্পেসিফিকেশন প্রায় একইরকম। গ্রেডিয়েন্ট ডিজাইনের সাথে মেটাল বিল্ড, ডুয়েল ক্যামেরা সেটআপ, ভার্চুয়াল র‌্যাম – Oppo A56 5G-এর ফিচারগুলির মধ্যে অন্যতম। আসুন এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক

Oppo A56 5G দাম

চীনে ওপ্পো এ৫৬ ৫জি-এর দাম রাখা হয়েছে ১,৫৯৯ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৮১৯ টাকার সমান। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এটি ব্ল্যাক, ব্লু, ও পার্পেল রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। ওপ্পো এ৫৬ ৫জি বিশ্বের অন্যান্য দেশে কবে উপলব্ধ হবে, তা জানা যায়নি।

Oppo A56 5G স্পেসিফিকেশন, ফিচার

ওপ্পো এ৫৬ ৫জি ফোনে ৬.৫১ ইঞ্চি এলসিডি এইচডি+ (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ নিটস পিক ব্রাইটনেস ও ৮৮.৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও অফার করবে। এতে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ওপ্পো এ৫৬ ৫জি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে পাওয়া যাবে। একইসঙ্গে থাকছে ৫ জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।

ওপ্পো এ৫৬ ৫জি-এর ব্যাক প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ – ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর (এফ/২.২ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ভিডিও কল ও সেল্ফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা (এফ/২.০ অ্যাপারচার) পাওয়া যাবে। সিকিউরিটির জন্য ফোনে ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Oppo A56 5G ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সফটয়্যারের দিক থেকে ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কালারওএস ১১.১ সিস্টেমে রান করবে। এর ওজন ১৮৯.৫ গ্রাম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *