[Original Lyrics] Prem Hoye Gelo Lyrics প্রেম হয়ে গেলো লিরিক্স | Rubel Khandaker |
Bangla New Song 2022 Song : PREM HOYE GELO
Singer : Rubel Khandokar
Lyrics & Tune : Rubel Khandokar
Music : Wahed Shahin
Direction : Raju Ahmmad
Cast – Rubel Khandokar,Noyon Mony,Shamrat Sha
D.O.P – Sheul Babu
Edit – RK Production
Color – Sm Tushar
Make-up – Usof Production –
Raj Films Produce by – RK Read
“প্রেম হয়ে গেলো” গানের সম্পূর্ণ লিরিক্স
আমি ফুল ছিঁড়ে ভুল করেছি
কাটার আঘাত পেয়েছি
সেই ব্যথা ভুলেছি
তোমার খুশি যখন দেখেছি।
ও আমি একটা গান ও লিখেছি
সেই গানের সুর বেধেছি
সেই সুরে ভাসিয়ে
তোমার মনের দখলে নিয়েছে।
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে।
যদি লিখি তোমার কথা
ফুরিয়ে যাবে ডাইরির পাতা
কলম কালি উড়ে যাবে
লিখতে লিখতে আঙ্গুল ব্যথা।
ও আমি সেই ব্যথাও ভুলেছি
তোমায় যখন পেয়েছি
আর কি লাগে এক জীবনে
তোমায় ভালোবেসেছি।
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে।
তোমার হাতটা যখন ধরেছি
মন কে কথা দিয়েছি
ছাড়বোনা হাত মরন কালেও
তোমায় বুকে রেখেছি।
ও আমি চাইনা বাড়ি গাড়ি আর
তোমায় পেলে চলবে আমার
অল্প আলো থাকে না ঘরে
বিলাসিতার কি দরকার।
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে
ও প্রেম প্রেম হয়ে গেলো রে
আর বাধা দিবে কে এসে।