দেখুন কোন ফোন বেশি ভাল? Poco M4 Pro 5G না Redmi Note 11T 5G

কোন ফোন বেশি ভাল? Poco M4 Pro 5G না Redmi Note 11T 5G

Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনই চিনের Redmi Note 11 5G-এর ওপরে বেস করে তৈরি। ভারতে এই দুটি ফোনই প্রায় একই দামে বিক্রয় করা হচ্ছে। প্রায় একই ধরনের ফোন হলেও এদের ফিচারে কয়েকটি মিল রয়েছে এবং কয়েকটি পার্থক্য রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই মিল এবং পার্থক্য।

Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G ফোনের মিল –

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনেই রয়েছে ৬.৬ ইঞ্চির আইপিএস (IPS) এলসিডি (LCD) ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৯০এইচজেড (Hz) স্মার্ট রিফ্রেশ রেট, ডিসিআই-পি৩ (DCI-P3) ওয়াইড কালার গ্যামাট।

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনেই রয়েছে ডাইমেনসিটি ৮১০। দুটি ফোনেই রয়েছে ৫জি কানেক্টিভিটি।

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনেই রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (Android 11) অপারেটিং সিস্টেম। এছাড়া Redmi Note 11T 5G ফোনে রয়েছে এমআইইউআই ভার্সন। Poco M4 Pro 5G খুব তাড়াতাড়ি লঞ্চ করবে এমআইইউআই ১৩ (MIUI 13) ভার্সনের অ্যান্ড্রয়েড ১২ (Android 12) অপারেটিং সিস্টেম।

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনেই রয়েছে ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি এবং ৩৩ডাব্লু (33W) ফাস্ট চার্জ।

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G দুটি ফোনেই রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। দুটি ফোনের ফ্রন্টে রয়েছে সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের শ্যুটার।

Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G ফোনের পার্থক্য –

– Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G ফোনের সবথেকে বড় পার্থক্য রয়েছে এদের ডিজাইনে। Redmi Note 11T 5G ফোনে ব্যবহার করা হয়েছে ফ্যান্সি লুক, গ্র্যাডিয়েন্ট পেইন্টজব এবং শাইনি ক্যামেরা বিটস। অন্য দিকে Poco M4 Pro 5G ফোনে ব্যবহার করা হয়েছে প্যাস্টেল কালার। এর ফলে এই ফোনটিকে দেখতে অনেকটা খেলনার মতো।

– Poco M4 Pro 5G ফোনের ৪জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজের মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। Poco M4 Pro 5G ফোনের ৬জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। Poco M4 Pro 5G ফোনের ৮জিবি র‍্যাম এবং ১২৮জিবি স্টোরেজের মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। অন্য দিকে Redmi Note 11T 5G ফোনের ৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি স্টোরেজের মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। কিন্তু এর অন্য দুটি মডেলের দাম Poco M4 Pro 5G এর থেকে প্রায় ১,০০০ টাকা বেশি।

Poco M4 Pro 5G ও Redmi Note 11T 5G ফোনের মধ্যে কোনটি ভাল –

দুটি ফোনেই রয়েছে উন্নত ও আধুনিক ফিচার এবং দামও অনেকটাই এক। Poco M4 Pro 5G ফোনের লুক খুবই অসাধারণ, যা অন্যান্য ৫জি ফোনের থেকে এই ফোনকে অনেকটাই এগিয়ে রাখবে। অন্য দিকে Redmi Note 11T 5G ফোনে রয়েছে এমআইইউআই ভার্সন।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *