প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ ২০২২|প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা তারিখ ২০২২|প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ খবর।সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে ২০২২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন প্রকাশ করেছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে ২০২২।  প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট dpe.gov.bd কোন লিখিত নোটিশ প্রকাশ করা হয়েছে ১ এপ্রিল থেকে নিয়োগ পরীক্ষা শুরু হবে। তবে বলা হচ্ছে যে,  ১ এপ্রিল হবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২।

গত ১০/ ০৩/ ২০২২ খ্রি তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্বাচনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ ২০২২ এর লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকা ও ঢাকার আশেপাশের বিভিন্ন কেন্দ্রে নেওয়া হবে। সেখানে এপ্রিল মাসের বিভিন্ন তারিখ উল্লেখ করা হয়েছে তার মধ্যে তারিখ গুলো হল: তারিখ খুব শিগ্রই প্রকাশ করা হবে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২২ এপ্রিল নির্ধারিত তারিখে সকাল ১০ টায় বা বিকেল ৩ টায় পরীক্ষা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র download

যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করছেন। তাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর পাঁচ দিন আগে https://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রতি ধাপের জন্য পরীক্ষা শুরুর আগে একইভাবে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অন্যদিকে সকল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ – ২২ এপ্রিল  থেকে শুরু 

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ – এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেয়া হবে। 

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে 18 অক্টোবর 2021 খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায় শূন্য পদের জন্য সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এবং সেই বিজ্ঞপ্তির মধ্য উল্লেখ করা হয়েছে। একজন চাকরি প্রার্থীর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এবং তাদের বয়স সীমা কেমন হবে। এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বেতন স্কেল নিয়ে কথা বলা হয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক পদে আবেদনের যোগ্যতা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আপনার যদি এই যোগ্যতাগুলো থাকে তাহলে অবশ্যই আপনি সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ মেয়েদের যোগ্যতা জানুন।

প্রার্থীর বয়স 20 অক্টোবর 2021 তারিখ পর্যন্ত বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে। অন্যদিকে 25 শে মার্চ 2021 তারিখ পর্যন্ত সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। আপনার বয়স যদি এই দুটো বয়সের চাইতে কম বা বেশি হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন না। এবং আপনি যদি মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন। তাহলে আপনার বয়স সীমা 25-3-2021 তারিখ পর্যন্ত 32 বছর হলে আবেদন করা যাবে।

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ – ১০০% নির্ভুল উত্তর

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সিলেবাস 

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ সিলেবাস 

বাংলাঃ(বেশি গুরুত্ব দিয়ে পড়বেন)

1. সন্ধি বিচ্ছেদ → ১-২টি
2. কারক →১-৩টি
3.লিঙ্গান্তর →১টি
4. প্রকৃতি ও প্রত্যয় →১টি
5. বিরাম চিহ্ন→১টি
6. সমাস →১-২ টি
7. কবিতার চরণের লেখক →১টি
৪. বাগধারা →১-২ টি
9. বিপরীতার্থক শব্দ → ১-৩টি
10. সমার্থক শব্দ → ১-৪ টি
11. ছদ্মনাম →১টি
12. এক কথায় প্রকাশ → ১-২টি
13. শুদ্ধ বানান → ১-২টি
14. সাহিত্যকর্ম → ১-৩টি

বাংলা ( কম গুরুত্ব দিয় পড়বেন)

1. পারিভাষিক শব্দ → ১টি
2. স্বরভঙ্গি → ১টি
3.বাচ্য → ১টি
4. সাধু ও চলিত রুপ → ১টি
5. সারাংশ → ১টি
6. উপসর্গ → ১টি
৭. ধবনি ও শব্দ→ ১টি

৪. পদ → ১টি
গণিতঃ(বেশি গুরুত্ব দিয়ে চর্চা করবেন)

1, একিক নিয়ম → ১টি
2. অনুপাত → ৯ ১টি
3, শতকরা → ১-২টি
4. সুদকষা → ১টি
5. লাভ-ক্ষতি → ১টি
6. ভগ্নাংশ → ১-২টি
7. সরল সমীকরণ → ১-৩টি
9. বীজগণিতের সূত্রাবলি → ১-৩ টি
10. গড় → ১-২ টি
11. উৎপাদক → ১টি
12. গ.সা.গু ও ল.সা.গু→ ১-২ টি
13. পরিমিতি→ ১টি
14. কোণ → ১টি
15. সময,দূরত্ব → ১টি

কম গুরুত্ব দিয়ে চর্চা করবেন

1. পরিমাপ → ১টি
2. বর্গ → ১টি
3. চতুর্ভূজ → ১টি
4, বারের নাম নির্ণয়→ ১টি
5.সেট → ১টি
6. তথ্য উপাত্ত → ১টি

ইংরেজিঃ(বেশি গুরুত্ব দিবেন)

1. Tense → ১-2টি
2. Parts of speech → ১-2 টি
3. Number → ১টি
1. Article → ১ টি
5. Right from of verb → ১-৩ টি
6. Voice →১ টি
7. Noun → ১ টি
8. Narration → ১টি
9. Preposition → ১-২টি
10. Spelling → ১টি
11. Correction → ১-৩টি
12. Synonym → ১-৩টি
14. Antonym → ১-২ টি

ইংরেজি কম গুরুত্ব দিবেন

1. Degree → ১টি
2. Idioms → ১-২ টি
3. Gender → ১টি
4. Transformation → ১টি
5. Gerund & Participation→ ১টি
6. Connectors → ১টি
7. Literature → ১টি
8. Proverb → ১টি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলঃ

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2636

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top