প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২.প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ (পরীক্ষা অনুষ্ঠিত ২০২২) পরীক্ষার প্রশ্ন ও সমাধান। প্রাথমিক শিক্ষক নিয়োগ ২য় ধাপ পরীক্ষার সকল সেট প্রশ্নের সমাধান।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান সকল সেট ২০২২
০১| ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’-এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) জন্মভূমির প্রকৃতি
(খ) গাছের ছায়া
(গ) জন্মভূমির আশ্রয় ♥
(ঘ) মায়ের কোন
০২| ধ্বনি হলো—-?
(ক) ভাষার ক্ষুদ্রতম অংশ ♥
(খ) অর্থবোধক শব্দসমষ্টি
(গ) ভাষার লিখিত রূপ
(ঘ) দুটি শব্দের মিলন
০৩| সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের হবে?
(ক) ক্রিয়া বিশেষণ
(খ) বিশেষণের বিশেষণ
(গ) নাম বিশেষণ
(ঘ) বিশেষ্যের বিশেষণ ♥
০৪| ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) বিশেষভাবে বিশ্লেষণ ♥
(খ) সাধারণ সংশ্লেষণ
(গ) বিশেষভাবে সংযোজন
(ঘ) সাধারণ বিশ্লেষণ
০৫| ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে?
(ক) তদ্ভব ♥
(খ) তৎসম
(গ) অতৎসম
(ঘ) সংস্কৃত
০৬| ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কে বলেছিলেন?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) ধীরেন্দ্রনাথ দত্ত
(গ) ড. মুহম্মদ শহীদুল্লাহ ♥
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
০৭| পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি?
(ক) পাঠ্য+ণক
(খ) পাঠ+আক
(গ) পঠ+অনক
(ঘ) পঠ+ণক ♥
০৮| নিচের কোন বাক্যটি শুদ্ধ?
(ক) তিনি সস্ত্রীক শহরে থাকেন। ♥
(খ) তিনি ও স্ত্রী শহরে থাকেন।
(গ) তিনি স্ব-স্ত্রীসহ শহরে থাকেন।
(ঘ) তিনি স্বস্ত্রীক শহরে থাকেন।
০৯| সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি?
(ক) দেশি
(খ) তদ্ভব
(গ) তৎসম ♥
(ঘ) বিদেশি
১০| হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন?
(ক) ভারতের রাজদরবার
(খ) নেপালের রাজদরবার ♥
(গ) শ্রীলংকার রাজদরবার
(ঘ) চীনের রাজদরবার
১১| রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে?
(ক) বাউল ♥
(খ) মুর্শিদি
(গ) ভাটিয়ালি
(ঘ) ভাওইয়া
১২| “কিন্ডারগার্টেন” কোন ভাষা হতে আগত শব্দ?
(ক) ইংরেজি
(খ) ওলুন্দাজ
(গ) পর্তুগিজ
(ঘ) জার্মানি ♥
১৩| মাথা খাও পত্র দিতে ভুলো না।”-এখানে “ মাথা খাওয়ার” অর্থ কী?
(ক) দিব্যি দেওয়া ♥
(খ) আস্কারা দেওয়া
(গ) জ্ঞান দেয়া
(ঘ) অঙ্গ বিশেষ
১৪| “পৃথিবীতে কে কাহার”–এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি?
(ক) আপানান কারকে ৭মী বিভক্তি
(খ) কর্মকারকে ৭মী বিভক্তি
(গ) কর্মকারকে ৭মী বিভক্তি
(ঘ) অধিকরণ কারকে ৭মী বিভক্তি ♥
১৫| কোন বানানটি শুদ্ধ?
(ক) আদ্যোক্ষর
(খ) আধ্যাক্ষর
(গ) আদ্যাক্ষর ♥
(ঘ) আদ্যক্ষর
(বাংলা একাডেমিতে আদ্যাক্ষর) তবে গ ও ঘ দুটিই শুদ্ধ
১৬| শোন একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে?
(ক) আপেল মাহমুদ
(খ) আলতাফ মাহমুদ
(গ) গৌরিপ্রসন্ন মজুমদার ♥
(ঘ) অংশুমান রায়
১৭| নিচের কোন বানানটি শুদ্ধ ?
(ক) বীকেন্দ্রীকরণ
(খ) বিকেন্দ্রীকরণ
(গ) বিকেন্দ্রীকরণ ♥
(ঘ) বিকেন্দ্রিকরণ
১৮| ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা’-এখানে ‘বাশি রাশি–?
(ক) অনুকার অব্যয়
(খ) সমষ্টিবাচক বিশেষ্য
(গ) নির্ধারক বিশেষণ ♥
(ঘ) সাপেক্ষ সর্বনাম
১৯| সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি?
(ক) ক্রিয়া ও অব্যয়
(খ) অব্যয় ও ক্রিয়া
(গ) সর্বনাম ও বিশেষ্য
(ঘ) ক্রিয়া ও সর্বনাম ♥
২০| “উইকিপিডিয়া” কী?
(ক) মুক্ত বিশ্বকোষ ♥
(খ) স্মার্ট ফোন
(গ) উন্মুক্ত সফটওয়্যার
(খ) ডেটাবেইজ
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার পাঁচ দিন আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে টেলিফোন বা এসএমএস করে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রবেশপত্র ডাউনলোডের হেল্পলাইনের দুইটি টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নম্বর ০১৩০৫৭০৩৮৬৫ এবং ০১৩০৫৭০৩৮৭১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
রাজস্বখাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ােগ পরীক্ষা-২০২২
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত তথ্য
প্রবেশপত্র ডাউনলােডের হেল্পলাইনঃ
•০১৩০৫-৭০৩৮৬৫
•০১৩০৫-৭০৩৮৭১
প্রবেশপত্র ডাউনলােডের ওয়েবসাইটঃ
admit.dpe.gov.bd