Priyotoma Movie Teaser । Priyotoma Movie trailer 2023  shakib khan

Priyotoma Movie Teaser । Priyotoma Movie trailer 2023  shakib khan

Priyotoma Movie Teaser । Priyotoma Movie trailer 2023  shakib khan

Today I’ll talk about how the upcoming teacher and tailor will be like. I’ve produced a video for you, and I’ll show you how to see the teacher and trailer for the movie Priyatama, which hasn’t even been released yet.

Priyotoma Movie Teaser

আশা সিনেমা হল, জামালপুর ও রাজ সিনেমা হল, কিশোরগঞ্জ দিয়ে প্রিয়তমার হল বুকিং শুরু হলো।

দায়িত্ব নিয়ে বলছি এই দুইটি হল, তাদের ইতিহাসের সর্বোচ্চ টাকা বুকিং দিয়ে প্রিয়তমা নিলেন।


সারা বাংলাদেশের হল মালিক, বুকিং এজেন্ট, দর্শকরা যেই আস্থা ভালোবাসা আমাদের উপর রাখছেন আমরা চেষ্টা করছি সেই মানের একটা সিনেমা দিতে।

অনেকেই জানতে চাচ্ছেন ট্রেলার টিজার কেন আসছে না? ট্রেলার টিজার সবই আসবে, আগে কাজটা শেষ হোক। প্রচারনায় পিছিয়া পরার কথা বলবেন? সারা বাংলাদেশের কে না জানে প্রিয়তমার কথা? প্রচারনা না হলে দ্বিগুন দামে কেন প্রিয়তমা বুকিং নিচ্ছে? সুপারষ্টারদের সিনেমার প্রচারনা দর্শকরাই করে।

আমরা জানি কখন আমাদের কি করতে হবে, আমাদের প্রধান কাজ ভাল সিনেমা বানানো, ঠিকঠাক ভাবে বানানো। তারাহুরো করে আমরা কিছু করতে চাই না। তারাতারি ট্রেলার টিজার দেয়ার চেয়ে জরুরী ভাল ট্রেলার টিজার দেয়া, তার চেয়ে জরুরী ভাল সিনেমা দর্শকদের উপহার দেয়া।

Priyotoma Movie trailer 2023 

টানা মাস খানেক বিরতীহিন শুটিং করার পর প্রিয়তমা টিম এখন ফের ঢাকায়। আমাদের সিনেমার ড্রামা অংশের দৃশ্যের চিত্রায়ন শেষ। এখন শুধু এ্যকশন ও গানের চিত্রায়ন বাকী। আশা করি সেটাও সঠিক সময়ে আমাদের প্ল্যন অনুযায়ী আমরা শেষ করতে পারবো।


ধন্যবাদ আমাদের টিমের শতাধিক মেম্বারদের যারা ভোর ৬ টা থেকে মধ্যরাত পর্যন্ত প্রত্যেকটা দিন, বিরতিহীন অক্লান্ত পরিশ্রম করেছেন। স্যলুট জানাই সবাইকে।Priyotoma 2023 full movie


ধন্যবাদ সকল অভিনয় শিল্পীদের, বিশেষ করে আমাদের প্রধান চরিত্রের সুপারষ্টার শাকিব খান, গত ১২ বছরে আমার মন হয় না কোন সিনেমার জন্য তিনি এই অক্লান্ত পরিশ্রম করেছেন। তার সর্বোচ্চ সহযোগীতা ও চেষ্টার কারনেই আমরা ঠিকঠাক আমাদের কাজটা করতে পারছি।


ধন্যবাদ প্রযোজক আরশাদ আদনান, যিনি চোখ বন্ধ করে আমাদের উপর আস্থা রেখেছেন। তার সার্বিক তত্ত্বাবধায়ন ছাড়া নিরবিচ্ছিন্ন ভাবে শুটিং শেষ করতে পারতাম না।


ধন্যবাদ সংবাদকর্মীদের যারা শুরু থেকেই আমাদের সাথে আছেন, পাশে আছেন। কৃতজ্ঞতা জানাই।
বিশেষ ধন্যবাদ সাধারন দর্শকদের যারা আমাদের সিনেমা মুক্তি বা প্রচারনার আগেই এই সিনেমাকে আলোচনা ও আগ্রহের শীর্ষে নিয়ে গিয়েছেন।
বিশ্বাস করেন, আপনাদের আগ্রহ, ভালোবাসা, অপেক্ষাই আমাদের সব বাধা, কষ্ট, প্রতিকূলতা পার করে এগিয়ে নিচ্ছে। আপনাদের একটা ভাল সিনেমা উপহার দিতে প্রিয়তমা টিম তাদের সবটুকুন উজার করে দিচ্ছেন।
দেখা হবে সিনেমা হলে।

Priyotoma Movie Teaser । Priyotoma Movie trailer 2023  shakib khan

https://youtu.be/7W83FCeqcR0

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *