Realme 9i vs Redmi Note 10S price in bd , বাজেট রেঞ্জে রেডমি নাকি রিয়েলমি এগিয়ে জেনে নিন

Realme 9i vs Redmi Note 10S price in bd, বাজেট রেঞ্জে রেডমি নাকি রিয়েলমি এগিয়ে জেনে নিন

Realme চলতি সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ করেছে Realme 9i। বাজেট রেঞ্জের এই স্মার্টফোনটি অত্যাধুনিক ও অ্যাডভান্স ফিচারের সমন্বয়ে আসার ফলে, এই সেগমেন্টের অন্যান্য স্মার্টফোনগুলিকে জবরদস্ত টক্কর দেবে বলে অনুমান করা হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, গত গতবছর আত্মপ্রকাশ করা Redmi Note 10S, বর্তমানে অন্যতম ‘বেস্ট সেলিং’ বাজেট স্মার্টফোন হিসাবে ক্রেতাদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। তাই আজ আমরা, নবাগত Realme 9i এবং ফোনটির অন্যতম প্রতিদ্বন্দ্বি মডেল Redmi Note 10S -এর ফিচার ও দামের তুলনামূলক আলোচনা করবো। যাতে এই দুটি হ্যান্ডসেটের মধ্যে কোনটি আপনার জন্য সেরা হবে তা সহজেই আপনি বুঝতে পারেন।

Redmi Note 10S vs Realme 9i: দাম

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, গত বছর ডিসেম্বরে লঞ্চ হওয়া রেডমি নোট ১০এস স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯, ১৬,৪৯৯ টাকা ও ১৭,৪৯৯ টাকা ধার্য করা হবে।

অন্যদিকে সদ্য বাজারে আত্মপ্রকাশ করা, রিয়েলমি ৯আই স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা।

Redmi Note 10S vs Realme 9i: ডিসপ্লে

রেডমি নোট ১০এস ফোনে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০) অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের, এসপেক্ট রেশিও ২০:৯, ব্রাইটনেস ১১০০ নিট পিক, পিক্সেল ডেনসিটি ৪০৯ পিপিআই এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৮৩.৫%।

রিয়েলমি ৯আই স্মার্টফোনে আছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০x২৪১২ পিক্সেল) LCD ডিসপ্লে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২০.১:৯ এসপেক্ট রেশিও, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে এবং এটি ড্রাগন ট্রেইল প্রো গ্লাস সহ এসেছে।

Redmi Note 10S vs Realme 9i: প্রসেসর

ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য রেডমি নোট ১০এস স্মার্টফোন মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর সহ এসেছে।

অন্যদিকে, রিয়েলমি ৯আই স্মার্টফোনে প্রসেসর হিসাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এসএম৬২২৫ (SM6225) ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Redmi Note 10S vs Realme 9i: স্টোরেজ

স্টোরেজের কথা বললে, রেডমি নোট ১০এস স্মার্টফোন ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে পাওয়া যাবে।

রিয়েলমি ৯আই স্মার্টফোনে থাকছে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।

Redmi Note 10S vs Realme 9i: অপারেটিং সিস্টেম

রেডমি নোট ১০এস, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম ওএস দ্বারা চালিত।

রিয়েলমি ৯আই স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিনে রান করে।

Redmi Note 10S vs Realme 9i: ক্যামেরা সেটআপ

রেডমি নোট ১০এস ফোনের ব্যাক প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার), ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২ অ্যাপারচার), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার) এবং ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪ অ্যাপারচার)। একই ভাবে, সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৫ অ্যাপারচার) দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য রিয়েলমি ৯আই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। আর, সেলফি ও ডিভিও কলিংয়ের জন্য ফোনে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 ফ্রন্ট-ফেসিং সেন্সর থাকছে।

Redmi Note 10S vs Realme 9i: কানেক্টিভিটি

কানেক্টিভিটির জন্য রেডমি নোট ১০এস ফোনে, WLAN, এফএম রেডিও, ওয়াই-ফাই, এনএফসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত।

রিয়েলমি ৯আই স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, WLAN, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Redmi Note 10S vs Realme 9i: ব্যাটারি ব্যাকআপ

পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১০এস স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রিয়েলমি ৯আই স্মার্টফোনে ব্যবহার করে হয়েছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ৩৩ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *