Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ এর দাম দেখুন বাংলাদেশে

Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ এর দাম দেখুন বাংলাদেশে

Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ আগামী ২৮ অক্টোবর চীনে লঞ্চ হবে বলে ইতিমধ্যেই জানা গেছে। ফোনগুলির কিছু মুখ্য ফিচারও সামনে এসেছে। জানা গেছে এই তিনটি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আবার ফোনগুলিতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি রেঞ্জের ৫জি প্রসেসর। তবে লঞ্চের কয়েকদিন আগে Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ ফোন তিনটির দাম ফাঁস হল। জনপ্রিয় এক টিপস্টারের দাবি, নতুন এই সিরিজের দাম শুরু হবে প্রায় ১৪,০০০ টাকা থেকে।

Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ এর দাম ফাঁস

টিপস্টার জানিয়েছেন, রেডমি নোট ১১ এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম রাখা হবে ১,১৯৯ ইউয়ান, যা প্রায় ১৪,০০০ টাকার সমান। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। এদের দাম থাকবে যথাক্রমে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৪০০ টাকা), ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা) এবং ১,৭৯৯ ইউয়ান ( প্রায় ২১,০০০ টাকা)।

রেডমি নোট ১১ প্রো ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে জানিয়েছেন টিপস্টার। এগুলি হল ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এদের দাম রাখা হবে যথাক্রমে ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা), ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২১,০০০ টাকা) এবং ১,৯৯৯ ইউয়ান ( প্রায় ২৩,৪০০ টাকা)।

অন্যদিকে রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের দাম শুরু হবে ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৫,০০০ টাকা) থেকে। এই মূল্য‌ রাখা হবে ফোনটির ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের। আবার এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম থাকবে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,২০০ টাকা)।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *