রঙ্গে রঙ্গে রঙ্গিন হবো লিরিক্স । Ronge Ronge Rongin Hobo Lyrics
রঙ্গে রঙ্গে রঙ্গিন হবো লিরিক্স । Ronge Ronge Rongin Hobo Lyrics

আজ রঙ্গে রঙ্গে রঙ্গিন হব লিরিক্স । Ronge Ronge Rongin Hobo Lyrics

রঙ্গে রঙ্গে রঙ্গিন হবো লিরিক্স । Ronge Ronge Rongin Hobo Lyrics ।ঈদ ইত্যাদির গানগুলির কথা, সুর, শিল্পী নির্বাচন ও চিত্রায়ণ বেশ ব্যতিক্রমী হয়। সেই ধারাবাহিকতায় ঈদের বিশেষ ইত্যাদি ২০২৪ এর একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই ভুবনের দুই তারকা জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন ফারিণ। উল্লেখ্য অভিনয়ে জনপ্রিয় ফারিণের টিভিতে গাওয়া এটিই প্রথম গান।

🎧Audio Credits: গান: রঙে রঙে রঙিন হব…

[ Song: Ronge Ronge Rongin Hobo ]

Lyricist: Kabir Bakul Tune, Music Arrangement, Recording, Mixing & Mastered by: Imran Mahmudul

Singer: Tahsan & Tasnia Farin শিল্পী: তাহসান এবং তাসনিয়া ফারিণ।

Label: Fagun Audio Vision

📽Video Credits: A Fagun Audio Vision Productions

Chif Cinematographer: Anwar Hossain Bulu

Cinematographers: TW Sainik, Khokan Karmokar, Shohel, Tanvir

Edit: Nadimul Haque

Color: C C K

Planning & Direction by: Hanif Sanket

📝 আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসায় দুটি প্রাণে রঙ ছড়াব স্বপ্নগানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা

Ronge Ronge Rongin Hobo Lyrics in Bengali:

আজ রঙে রঙে রঙিন হবো
রঙের হাওয়ায় ভেসে যাবো,
রঙের দুনিয়ায়।

ভালোবাসায় দুটি প্রাণে
রঙ ছড়াব স্বপ্নগানে,
রঙের ছোঁয়ায় হারিয়ে যাবো
শুধু দুজনায়।

আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।

উদাস পথে যাবো কোথায়
নেই দুজনার জানা।
চার চোখে আজ নেবো খুঁজে
খুঁজে সেই ঠিকানা।

ভালো লাগা রং মিলাবো
ফুলের রঙে তাই মিলাবো,
সেই রঙে মন আপন মনে
ছবি এঁকে যায়।

আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হব সাত রঙে এই মন রাঙিয়ে রঙিলা।

কল্পনারই রং নীলিমায়
ভাসিয়ে নয়ন দুটি,
সময় ঘড়ি থামিয়ে দুজন
চাইবো সুখের ছুটি।

রংধণুরই ভেলায় চড়ে
উদার আকাশ নীল শহরে,
ঘুম পালিয়ে ঘুমে কেদে
থাকবো ঝুম হাওয়ায়।

আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হবো সাত রঙে এই মন রাঙ্গিয়ে রঙ্গিলা,
আজ মন খুশি মন উর্বশী মন উর্মিলা
হব সাত রঙে এই মন রাঙ্গিয়ে রঙ্গিলা।

Ronge Ronge Rongin Hobo Lyrics in English:

Aaj ronge ronge rangeen hobo
Ronger haway bhese jabo,
Ronger duniyay.

Bhalobashay duti praane
Rong chorabo shopno gaane,
Ronger choway hariye jabo
Shudhu dujonay.

Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila,
Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila.

Udas pothe jabo kothay
Nei dujonar jana.
Chaar chokhe aaj nebo khuje
Khuje sei thikana.

Bhalo laga rong milabo
Fuler ronge tai milabo,
Sei ronge mon apon mone
Chobi eke jaay.

Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila,
Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila.

Kolponari rong nilimay
Bhasiye noyon duti,
Somoy ghori thamiye dujon
Chaibo sukher chuti.

Rongdhonuri bhelay chore
Udar akash neel shohore,
Ghum paliye ghume kede
Thakbo jhum haway.

Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila,
Aaj mon khushi mon urboshi mon urmila
Hobo saat ronge ei mon rangiye rangila.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *