এইচএসসি  ফলাফল পুনঃনিরীক্ষার  বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ [আবেদন করুন]

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ [আবেদন করুন]

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ [আবেদন করুন]

গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয় এইচএসসি ও সমমান ফলাফল এবার পাশের হার ছিলো ৯৫.২৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।
যেসব পরীক্ষার্থী ফলাফলে অসন্তুষ্ট হয়েছেন এবং মনে যদি অনিশ্চয়তা থাকে তাদের অনিশ্চয়তা দূর করার জন্য তারা ফলাফল পুনঃনিরীক্ষার বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

অনেকের ধারণা করে যে ফলাফল পুনঃনিরীক্ষার বা বোর্ড চ্যালেঞ্জ করলে বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে কিন্তু এই ধারণা একদম ভূল বোর্ড থেকে যা করা হয় তা হলো, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল হয়েছে কিনা সেসব বিষয় ভালো ভাবে মিলিয়ে দেখা হয়।

পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

ফলাফল পুনঃনিরীক্ষণ করতে শিক্ষা বোর্ডে যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃনিরীক্ষণ এর জন্যে আবেদন করতে পারবেন।

এইচএসসি ফলাফল পুনঃনিরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২ [আবেদন করুন]

আবেদন জন্যে যা যা লাগবেঃ

  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। ( শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যাবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স ( প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে।)
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

তার পর মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-

REV<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড

উদাহরণঃ REV DHA 641322 101

এর পর 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের/পত্রের (যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে) জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়/পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে।

ফিরতি এসএমএস এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ

REV<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরণঃ REV YES 54321 01797XXXXXX

এর পর 16222 এই নম্বরে পাঠাতে হবে।

উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হবে.!!!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *