Samsung Galaxy M32 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে

Samsung Galaxy M32 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। আজ দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ফোনটির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। পূর্বে Samsung Galaxy M32 5G কে ভারতের ‘ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস’ (BIS) সার্টিফিকেশন সাইট এবং স্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে দেখা গিয়েছিল। এছাড়া, সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রো সাইট তৈরী করেছিল। ফলে ফোনটি যে আর কিছু দিনের মধ্যেই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে সেই ব্যাপারে নিশ্চিত ছিল সকলে। তবে ধোঁয়াশা তৈরী হয়েছিল লঞ্চের সময়সূচি নিয়ে। তবে আজ Samsung জানিয়ে দিয়েছে, Galaxy M32 5G স্মার্টফোনটি আগামী ২৫শে জুলাই (বুধবার) ঠিক দুপুর ১২টায় লঞ্চ হবে।

কোম্পানির পাশাপাশি অ্যামাজনও ফোনটির লঞ্চের তারিখ জনসমক্ষে এনেছে। এছাড়া Samsung Galaxy M32 5Gফোনের মুখ্য স্পেসিফিকেশনও তারা ফাঁস করেছে। যা দেখে মনে হচ্ছে এই ফোনটি Galaxy A32 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হবে।

Samsung Galaxy M32 5G স্মার্টফোন স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনে, ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে দেখা যেতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট থাকতে পারে ৯০ হার্টজ। অ্যামাজনের মাইক্রো ব্লগিং সাইট অনুযায়ী, মাল্টিটাস্কিং এবং ফাস্ট-পারফরম্যান্সের জন্য এই স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০ এসওসি ব্যবহার করা হবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ানইউআই ৩.০ সিস্টেমে চলবে।‌ এছাড়া আসন্ন এই স্মার্টফোন ৫জি ১২ ব্যান্ডস সাপোর্ট করবে। শুধু তাই নয়, পুরো ২ বছরের জন্য এতে বিনামূল্যে অপারেটিং সিস্টেম আপগ্রেড করা যাবে।

প্রিমিয়াম ডিজাইনের স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি ফোনের ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা দেখা যাবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলের জন্য ডিসপ্লের ওয়াটারড্রপ নচের ভিতরে থাকতে পারে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি নক্স সিকিউরিটি (Knox Security) সহ আসবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে, ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ভারতে Samsung Galaxy M32 5G স্মার্টফোনের দাম (সম্ভাব্য)

ভারতে, স্যামসাং গ্যালাক্সি এম৩২ ৫জি স্মার্টফোন ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হতে পারে। আর এই দুটি ভ্যারিয়েন্টের দাম, ২০,০০০ টাকার নিচে থাকবে বলে অনুমান করা হচ্ছে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *