Samsung Galaxy S22 লঞ্চ হল দাম ও কেমন হবে বিস্তারিত তথ্য দেখে নিন

Samsung Galaxy S22 লঞ্চ হল দাম ও কেমন হবে বিস্তারিত তথ্য দেখে নিন বাংলাদেশ।

Samsung Galaxy S22, Galaxy S22+, ও Galaxy S22 Ultra দাম ও লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এস২২ ফ্ল্যাগশিপ ৬.১ ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যা ৪৮ হার্টজ -১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এবং ১৫০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লেটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন দ্বারা সুরক্ষিত।

স্যামসাং গ্যালাক্সি এস২২ এর ভারতীয় ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর রয়েছে, যা ৪ ন্যানোমিটার প্রসেসিং নোডে নির্মিত। ডিভাইসটির ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা রয়েছে – ওআইএস-সহ ৫০ মেগাপিক্সেল (এফ/১.৮) প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ওআইএস ও ৩x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল (এফ২.৪) টেলিফটো ক্যামেরা, এবং ১২ মেগাপিক্সেল (এফ ২.১) আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর সামনে একটি ১০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং গ্যালাক্সি এস২২ একটি ৩,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়া, হ্যান্ডসেটে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টিরিও স্পিকার, ও নতুন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম বর্তমান।

Samsung Galaxy S22+ স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২+ এর ডিসপ্লের দৈর্ঘ্য একটু বেশি, ৬.৭ ইঞ্চি। এটিও একটি ডাইনামিক অ্যামোলেড ২x প্যানেল, যা ৪৮ হার্টজ – ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট, ফুল-এইচডি রেজোলিউশন (১০৮০x২৩৪০ পিক্সেল রেজোলিউশন), এইচডিআর১০+ ১৭৫০ নিটস ব্রাইটনেস অফার করে। এতেও কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন বর্তমান। আবার ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কমাতে ফোনে আই কমফোর্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

বেস মডেলের মতো স্যামসাং গ্যালাক্সি এস২২+ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সঙ্গে এসেছে৷ স্যামসাং গ্যালাক্সি এস২২ ও এস২২+ এর ক্যামেরা স্পেসিফিকেশনগুলির মধ্যে কোনও পার্থক্য নেই। তাই সেগুলি আলাদা করে উল্লেখ করা হল না।

স্যামসাং গ্যালাক্সি এস২২+ এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। একইসাথে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়েরও সমর্থন রয়েছে। আবার এটি ৪.৫ ওয়াট রিভার্স চার্জিং সাপোর্ট করবে। Samsung Galaxy S22+ মডেলে Android 12 নির্ভর One UI 4.0 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড রয়েছে। সিকিউরিটির জন্য ডিভাইসটিতে আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy S22 Ultra স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০%। এটি ১-১২০ হার্টজ ডাইনামিক রিফ্রেশ রেট সাপোর্ট করে। গেম মোডে টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ।
ফোনের সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন রয়েছে। ফ্রেমটি IP68 রেটিংযুক্ত। যার অর্থ, জলে ১.৫ মিটার পর্যন্ত গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত ফোন ঠিকঠাক কাজ করবে। বাকি দুই মডেলের মতো স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের সাথে এসেছে।

Samsung Galaxy S22 Ultra-তে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে – লেজার অটোফোকাস ও ওআইএস-সহ ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ১০x অপটিক্যাল জুমযুক্ত ১০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা + ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x অপটিক্যাল জুম)। amsung Galaxy S22 Ultra-র সামনে ৪০ মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। সংস্থার দাবি, এর ২.৪ মাইক্রন পিক্সেল সেন্সরের সৌজন্যে কম আলোয় আরও ঝকঝকে ছবি তুলতে পারবে ব্যবহারকারীরা।

Posts created 2321

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
(Official) Jhumka Jhule Kane Haay Song Lyrics ঝুমকা ঝুলে কানে হায় লিরিক্স shab e barat 2023 namaj koto rakat Xiaomi Bangladesh realme narzo 50i prime,Review,Processor,Picture,black,gsmarena,wallpaper,price in bangladesh World Refugee Day 2022: When did it begin? What is the theme of the year?