Sei Tumi Akjona Lyrics (সেই তুমি একজনা) Cheyechi Tomar hote Natok

Sei Tumi Akjona Lyrics (সেই তুমি একজনা) Cheyechi Tomar hote Natok

Sei Tumi Akjona Lyrics (সেই তুমি একজনা) Cheyechi Tomar hote Natok

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আজকে আপনাদের সাথে কথা বলব জোবানের নতুন একটি নাটকের একটি গান যে গানটি নাম হলো সেই তুমি একজানা। তো ইতিমধ্যে এই গানটি অনেক সারা ফেলেছে আপনার হয়তো লিরিক জানার জন্য নেটে বুঝে আমাদের ওয়েব সাইটে প্রবেশ করেছেন আমাদের ওয়েবসাইট থেকে এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন গানের রিলিক পেয়ে যাবেন

Song : Sei Tumi Akjona

Drama : Cheyechi Tomar Hote

Singer : Avraal Sahir & Haimanti Rakshit Das

Composer & Lyricist : Avraal Sahir

Screenplay & Direction : Mohidul MohimScript : Sohail Rahman

Produced and Distributed by : Sultan এন্তেরতাইন্মেন্ত

Sei Tumi Akjona Song Lyrics In Bengali :
যেখানে যতদূরে যাই
অজানা এক মায়া কাছে টানে।
বুঝিনি আগে আমি
ভালোবাসার কি মানে।

স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানো না,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।

এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝো না
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।

তোমাকে পেয়েছি, যেমনি চেয়েছি
এতো সুখের জীবন পাবো কোথায়।

হৃদয়ে, হৃদয়ে, যাবো তোমায় ছুঁয়ে
থাকবো মনের মতন রাখবে যেথায়।

স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানোনা,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।

এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝোনা
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।।

মিষ্টি কোনো সুরে, ডাকবো আদরে
বুকেতে জড়াবো ভীষণ মায়ায়।

সাদাসিধে মনে, কিছুটা গোপনে
তোমায় এঁকেছি প্রেম আল্পনায়।

স্বপ্নে যার আনাগোনা
জানো কি, জানো না,
সেই তুমি, সেই তুমি
সেই তুমি একজনা।
এই মনেরই ঠিকানা
বোঝো কি, বোঝোনা
সেই তুমি, সেই তুমি,
সেই তুমি একজনা।।

সেই তুমি একজনা লিরিক্স – আভ্রাল সাহির ও হৈমন্তী :

Jekhane jotodure jai
Ojana ek maya kache taane
Bujhini agey ami
Bhalobashar ki maane

Shopne jaar aanagona
Jano ki jano na
Sei tumi sei tumi
Sei tumi ekjona
Ei moneri thikana
Bojho ki bojhona
Sei tumi ekjona

Tomake peyechi jemoni cheyechi
Eto sukher jibon pabo kothay
Hridoye hridoye jabo tomay chuye
Thakbo moner moton rakhbe jethay

Misti kono sure dakbo adore
Bukete jorabo vishon mayay
Sadasidhe mone kichuta gopone
Tomay ekechi prem alponay

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *