সাদা সাদা কালা কালা গানের আসল মর্ম বুঝবেন l আবু ত্বহা মোহাম্মদ আদনান

সাদা সাদা কালা কালা গানের আসল মর্ম বুঝবেন l আবু ত্বহা মোহাম্মদ আদনান

আবু ত্বহা মুহাম্মদ আদনান এর জীবনী। কে আবু ত্বহা আদনান? আবু ত্বহা আদনানের পরিচয় কি। ভূ-রাজনৈতিক বিষয়, দাজ্জাল ও বর্তমান বিশ্ব ব্যবস্হা নিয়ে কে বেশি আলোচনা করেন, কে এসব বিষয় নিয়ে কথা বলেন? যদি এরকম প্রশ্ন করা হয়। তাহলে সবাই একস্বরে বলবে আবু ত্বহা আদনান। আবু ত্বহা আদনান কে? হ্যা! বন্ধুরা আমরা জনপ্রিয় এই ইসলামিক স্কলারকে নিয়ে আলোচনা করব।

আবু ত্বহা আদনানের জীবনী

আবু ত্বহা আদনানের পরিচয় ও জন্ম

বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামি স্কলারদের মধ্যে অন্যতম আবু ত্বহা মুহাম্মাদ আদনান। মূলত স্পষ্ট কথা বলার ভঙ্গিমা ও সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য তিতি জনপ্রিয়। তার আফসানুল আদনান। কিন্তু তিনিবসবার কাছে আবু ত্বহা আদনান নামে পরিচিত। তিনি রংপুর জেলায় জন্ম গ্রহণ করেন।

আবু ত্বহা আদনানের বাবা ও মা।

আবু ত্বহা আদনানের গর্বিত পিতা হলেন রফিকুল ইসলাম এবং মায়ের আজেফা বেগম। তিনি তার বাবার মূত্যুর পর নানার বাড়িতে লালিত পালিত হন।

আবু ত্বহা আদনানের শিক্ষাজীবন।

আবু ত্বহা আদনান ক্রিকেট বেশ ভালোবাসতেন। ভালো ক্রিকেটার হিসেবে রংপুরে তার খ্যাতি ছিল। আবু ত্বহা আদনান রংপুর লয়েন্স স্কুল এন্ড কলেজে লেখাপড়া করেন। কলেজের গন্ডি পেরিয়ে তিনি ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে। সেখানে তিনি দর্শনের উপর অনার্স, মাস্টার্স কম্পিট করেন।

দর্শন নিয়ের পড়ার সময় থেকে তিনি ইসলামকে ভালবাসতে শুরু করেন। ইসলামের প্রতি তার ঝুক দিনদিন বাড়তে থাকে। তিনি ইসলামি বই প্রচুর পড়তে ও গবেষণা করেন। দর্শনের স্নাতকোত্তর শেষ তিনি বাড়ির পাশে “আল জামেয়া আস সালাফিয়া মাদরাসায়” ভর্তি হন। তাছাড়া তিনি অনলাইনে বিভিন্ন ইসলামিক কোর্স করেন।

সাদা সাদা কালা কালা গানের আসল মর্ম বুঝবেন l আবু ত্বহা মোহাম্মদ আদনান

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *