Ssc pariksha prashna 2022 |২০২২ সালের এসএসসি পরীক্ষার সকল প্রশ্ন কেমন হবে ডাউনলোড।২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নের মানবন্টন, বিষয় নির্ধারণ, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
তিন ঘন্টা পরীক্ষা আয়োজন করা হলো এবারের পরীক্ষা আয়োজন করা হবে মাত্র 2 ঘন্টা ।
এই পরিস্থিতিতে আমাদের কে প্রশ্ন করে কাছে জানতে চায় বাংলা প্রশ্ন কেমন হবে ? এক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কথা উল্লেখ করা হয়।
আমরা আজকে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রশ্ন সহজ নাকি কঠিন হবে ?
বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে 100 নম্বরের পরিবর্তে এবারে পরীক্ষা আয়োজন করা হবে অর্ধেক নম্বরে।
এক্ষেত্রে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রশ্ন নম্বরের পরীক্ষা আয়োজন করা হবে এই 55 নম্বর
এর মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এগারোটি উত্তর দিতে হবে মাত্র চারটি প্রশ্নের।
এক্ষেত্রে শিক্ষার্থীরা যে কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে। অন্যদিকে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 30 টি উত্তর দিতে হবে মাত্র 15 টি।
তাছাড়া বাংলা দ্বিতীয় পত্র 40 নম্বর থাকবে রচনামূলক অংশে যেখানে শিক্ষার্থীদের
রচনা ভাব সম্প্রসারণ বিভিন্ন বিষয়ে একাধিক অপশন থেকে 40 নম্বরের উত্তর দিতে হবে
এবং বহুনির্বাচনী প্রশ্ন ত্রিশটি থেকে 15 টি প্রশ্নের উত্তর দিতে হবে
অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন তৈরি করা হবে ১০০ নম্বরে কিন্তু উত্তর দিতে হবে অর্ধেক নম্বরে।
এক্ষেত্রে বলা যায় শিক্ষার্থীদের প্রশ্ন যেহেতু যাচাই-বাছাই করার সুযোগ বেশি ভাবে তাই প্রশ্ন সহজ হবে।
যদি পরীক্ষার প্রশ্ন স্বাভাবিক নিয়মে তৈরি করা হয় তারপরও যেসব শিক্ষার্থী গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো পড়ে যাবে তারা অবশ্যই প্রশ্ন কমন পড়বে ।
এক্ষেত্রে শিক্ষার্থীদের 4 থেকে 5 টি অধ্যায়ে ভালোভাবে পড়ে যেতে হবে এতে শিক্ষার্থীদের নৈবেত্তিক এবং সৃজনশীল কমন পড়বে।
তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রশ্ন তৈরি করা হবে আগের নিয়মে অর্থাৎ প্রতিটা প্রশ্নের বিভাগ থাকবে কিন্তু শিক্ষার্থীরা
যে কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ কোন ধরনের বাধ্যতা মূলক অপশনাল শিক্ষার্থীদের মাঝে থাকছে না।
সাধারণ শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি পরীক্ষা-২০২২ এর সময় ও নম্বর বিভাজন নির্দেশিকা
২০২২ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ জুন থেকে। এর আগে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে ১৯ মে। ফরম ফিলাপ শুরু ১৩ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ থেকে।
এবছরের এসএসসি পরীক্ষায় চার বিষয়ের কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিষয়গুলো হলো- ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। এসব বিষয়ের মূল্যায়ন সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে করা হবে।
উপরোক্ত চার বিষয় ছাড়া সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২ ঘন্টার মধ্যে পরীক্ষা গ্রহণ করা হবে।
বোর্ডের নম্বর বন্টন নির্দেশিকায় MCQ/নৈর্ব্যত্তিক ও CQ/রচনামূলক পরীক্ষার প্রতিটি বিষয়ে সময়, পূর্ণমান ও নম্বর বিভাজন নিয়ে সুষ্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
প্রতি বিষয় ও পত্রের পূর্ণমান হবে ব্যবহারিক ছাড়া ৫৫ নম্বর ও ব্যবহারিক আছে এমন বিষয়ের ৪৫ নম্বর। এবিষয়ে পৃথক পৃথকভাবে প্রতিটি বিষয়ের নম্বর বণ্টন প্রকাশ করা হয়েছে।
MCQ/নৈর্ব্যত্তিক পরীক্ষার সময় ২০ মিনিট আর CQ/রচনামূলক পরীক্ষা ০১ ঘন্টা ৪০ মিনিট সময়ে অনুষ্ঠিত হবে
এসএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষা মোট ২ ঘন্টা সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। MCQ ও CQ পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।
ব্যবহারিক বিষয় সমূহের ২৫টি MCQ প্রশ্ন থাকবে। উত্তর দিতে হবে ১৫টি প্রশ্নের। CQ প্রশ্ন থাকবে ৮টি, উত্তর দিতে হবে ৩টি প্রশ্নের।
ব্যবহারিক নেই এমন বিষয়ের MCQ প্রশ্ন থাকবে ৩০টি। উত্তর দিতে হবে ১৫টি প্রশ্নের। CQ প্রশ্ন থাকবে ১১টি, উত্তর দিতে হবে ৪টি প্রশ্নের।
নিচের বিজ্ঞপ্তিতে প্রতিটি বিষয়ের সময় ও নম্বর বিভাজন দেওয়া হয়েছে।
লক্ষ্য করুন: চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন সংগ্রহ করতে নিচের প্রতিবেদনটি পড়ুন
২০২২ সালের এসএসসি পরীক্ষার মানবন্টন, প্রশ্নপত্রের সময় ও নম্বর বিভাজন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।