Tecno Spark 10 5G রিভিউ আর দাম. আপনার টেকনো মোবাইল নিয়ে কথা বলবা আর এই টেকনো নতুন মোবাইল টি কেমন হবে তাও আজকে আপনাদেরকে জানাবো টেকনো বর্তমান সময় অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তা বাজারে তারা অনেক নতুন নতুন মোবাইল বের করতেছেন তো আজকে টেকনো মোবাইল যেটা ফাইভ জি রিলিজ করেছে সেটা খুব ভালো একটি ফোন
Tecno Spark 10 5G রিভিউ আর দাম
টেকনো স্পার্ক টেন ফাইভ জি আর এই ফোনটি বর্তমানে বাংলাদেশে খুব সাড়া ফেলেছে আর এই ফোনটিতে থাকছে আপনার 8gb রম 128gb মেমোরি তো বুঝতেই পারছেন যে এইট জিবি রেম এর ফোনের গতি টা কেমন হবে আর ফোনে আরো কি কি থাকছে সকল কিছু আমার এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর আমাদের কিছু বলার থাকে না বর্তমানে টেকনো অনেক কম বাজেটে ফোন দিয়ে যাচ্ছে আর এই ফোনটি টেকনো স্পার্ক 5g এখন এটার দাম নির্ধারণ করা হয় না যখন দাম নির্ধারণ করা হবে তখন আমাদের এই পেজ থেকে আপনার এটার দাম জানতে পারবেন
Model | Tecno Spark 10 5G |
Price | BDT. coming soon |
Display | 6.6″ 720×1600 pixels |
RAM | 8 GB |
ROM | 128 GB |
Released | 2023, March |
Tecno Spark 10 5G হাইলাইট
Tecno Spark 10 5G ২০২৩ সালের মার্চ মাসে লঞ্চ করা হবে। Spark 10 5G অজানা মডেল নম্বর সহ লঞ্চ করা হয়েছে, এর মাত্রিক পরিমাপ অজানা এবং ওজন অজানা গ্রাম। দ্বিতীয়ত, Spark 10 5G-এর ডিসপ্লে হল একটি 6.6-ইঞ্চি IPS LCD প্যানেল যার রেজোলিউশন 720 x 1600 পিক্সেল। ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস থেকে সুরক্ষিত। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি অজানা দ্বারা চালিত এবং অ্যান্ড্রয়েড 13 এর সাথে চলে। তাছাড়া, এটির একটি অজানা CPU রয়েছে।
Tecno Spark 10 5G ফোনের পিছনে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ রয়েছে৷ এই গঠন একটি 50MP, অনির্দিষ্ট ক্যামেরা নিয়ে গঠিত। এটির ডিসপ্লের পাঞ্চ হোলের ভিতরে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। ভিডিও রেকর্ডিং ক্ষমতা 1080p@30fps। এর র্যাম এবং রম অনুযায়ী, এর একটি (8GB/128GB) ভেরিয়েন্ট রয়েছে। অন্যদিকে, এটি একটি শেয়ার্ড সিম স্লট ব্যবহার করে মাইক্রোএসডিএক্সসি পর্যন্ত সমর্থন করতে পারে। অবশ্যই, Spark 10 5G-তে 18W দ্রুত চার্জিং সহ একটি 5000mAh ব্যাটারি রয়েছে। এতে ডুয়াল ন্যানো-সিম কার্ড স্লট রয়েছে। অর্থাৎ, Spark 10 5G 2G/3G/4G সমর্থনযোগ্য। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পিছনে মাউন্ট করা হয়.
অন্যদিকে, অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে WLAN, Bluetooth এবং USB পোর্ট।