ইতালি সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪ Today Sehri & Iftar Time In Italy
ইতালি রমজান ক্যালেন্ডার ২০২৪
বর্তমানে আপনি কি ইতালিতে রয়েছেন? কারণ আমরা জানি যে প্রবাসীদের মধ্যে অনেকেই এই উন্নত দেশের বিভিন্ন শহরে থাকে। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের ন্যায় এবার ইতালিতে রমজানের চাঁদ দেখার পর রোজা শুরু হয়েছে।
এবার ১০ মার্চ (রবিবার) ইতালিতে রমজানের চাঁদ দেখার পর ১১ মার্চ (সোমবার) হতে রমজানের প্রথম রোজা শুরু হয়েছে। এবং এই তথ্যের আলোকে দেশটির জন্য অর্থাৎ ইতালির রমজানের ক্যালেন্ডার ২০২৪ দেওয়া হয়েছে।
ইতালির রোজার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪
আমরা জানি যে, ইতালি খুবই বড় একটি দেশ যার রয়েছে বিশাল সব শহর। এই বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীরা বসবাস করে, যারা সেখানকার টাইম অনুযায়ী এবারের রমজানের রোজা রাখবে। তার জন্য আবশ্যিক ভাবে জেনে নিতে হবে ইতালির সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৪। এতে করে কোন রকমের ভুলত্রুটি ছাড়াই আপনি ইতালির যেকোনো শহরে থেকেও সঠিক সময়ে সেহরি ও ইফতার গ্রহণ করতে পারবেন।
Italy Ramadan Timings (Top Cities)
আজকের সেহরির শেষ সময় ২০২৪ ইতালি
দেশের মোট জনসংখ্যার মধ্যে মাত্র ২% এর মতো মুসলিম রয়েছে ইতালিতে। কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিমরা রয়েছে দেশটিতে। যারা পবিত্র মাহে রমজান শুরু হবার পর জানতে চায় ইতালিতে আজকের সেহরির শেষ সময় ভোর ৬ টা ১৯ মিনিটে।
আজ ইফতারের সময়সূচি ইতালি 2024
উপরের অংশে ইতোমধ্যেই জেনেছেন ইতালির রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। এবার জেনেও দেখে নিন ইতালির প্রধান শহর গুলোর রোম, মিলান, ভেনিস, নেপলস, তুরিন, পালেরমো, জেনোয়া, বোলোগনা, ফ্লোরেন্স, বারি এবং ক্যাটানিয়া আজকের ইফতার সন্ধ্যে ৭ টা ৩৪ মিনিটে। এবং আজ ইতালিতে এশার নামাজের আযান হবে রাত ৮ টা ৫৬ মিনিটে।