Vivo Y32 লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন বাংলাদেশে

Vivo Y32 লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন বাংলাদেশে।ভিভো ওয়াই৩২ ফোনটি চিনা মার্কেটে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এই ফোনের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (আনুমানিক ১৬,৬৮০ টাকা

চলতি বছর নভেম্বরের শেষের দিকে Vivo Y32 ফোনটিকে প্রথমবার দেখতে পাওয়া যায় TENAA সার্টিফিকেশন সাইটে। ফলে ফোনটি যে শীঘ্রই বাজারে আসছে তা নিশ্চিত ছিল। সেইমতো আজ Vivo Y32 চীনের বাজারে আত্মপ্রকাশ করলো। ১৭,০০০ টাকারও কম দামে এই ফোনটি চীনের বাজারে লঞ্চ হয়েছে। Vivo Y32 কোম্পানির প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসরের ফোন হিসেবে এসেছে। এছাড়াও ভিভোর এই হাই বাজেট রেঞ্জের ফোনে দেখা যাবে ৮ জিবি র‍্যাম, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ডুয়েল ক্যামেরা সেটআপ ও ৮,০০০ এমএএইচ ব্যাটারি।

ভিভো ওয়াই৩২ – এর দাম ও লভ্যতা (Vivo Y32 Price and Availability)

ভিভো ওয়াই৩২ ফোনটি চিনা মার্কেটে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এই ফোনের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (আনুমানিক ১৬,৬৮০ টাকা)। ভিভো ওয়াই৩২ ফোনটি হারুমি ব্লু ও ফগি নাইট – এই দুটি কালারে বেছে নেওয়া যাবে। আন্তর্জাতিক বাজারে ফোনটি কবে উপলব্ধ হবে তা জানা যায়নি।

ভিভো ওয়াই৩২ – এর স্পেসিফিকেশন ও ফিচার (Vivo Y32 Specifications and Features)

ডুয়েল সিমের ভিভো ওয়াই৩২ ফোনে রয়েছে ৬.৫১ ইঞ্চির এইচডি+ (১,৬০০× ৭২০ পিক্সেল) এলসিডি ডিউ ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লেতে সাপোর্ট করে ১৬.৯ মিলিয়ন কালার এবং এর রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ভিভো ওয়াই৩২ ফোনের ডিসপ্লের কনট্রাস্ট রেশিও ১৫০০:১, অ্যাসপেক্ট রেশিও ২০:৯ ও স্ক্রিন টু বডি রেশিও ৮৯ শতাংশ। ভিভোর এই ফোনের লুক একদম একটি প্রিমিয়াম স্মার্টফোনের মতো, তবে এর বডি গ্লসি প্লাস্টিক দিয়ে তৈরি।

Vivo Y32 স্মার্টফোনের রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। আবার ফোনের সামনে ডিউ ড্রপ নচের ভেতরে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

ভিভো তাদের এই নতুন ফোনে প্রথমবারের জন্য ব্যবহার করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এই ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে। Vivo Y32 ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনের কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি টাইপ-সি পোর্ট ও ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। নিরাপত্তার জন্য Vivo Y32 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই ফোনে দেওয়া হয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের পরিমাপ ১৬৪.২৬× ৭৬.০৬× ৮ মিলিমিটার ও ওজন ১৮২ গ্রাম।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *