ফেসবুক গ্রুপ বড় করার উপায় 2022। ফেসবুক গ্রুপ টিপস 2022

ফেসবুক গ্রুপ বড় করার উপায় 2022। ফেসবুক গ্রুপ টিপস 2022

ফেসবুক গ্রুপ বড় করার উপায় 2022। ফেসবুক গ্রুপ টিপস 2022.Ways to make Facebook group bigger 2022. Facebook Group Tips 2022

বর্তমান সময়ে নিজের ব্যবসা-বাণিজ্যের জন্য ফেসবুক আইডি বা পেইজ এর যেকোন পোষ্ট বা নিজ ভিডিও জনপ্রিয় করে তুলতে ফেসবুক গ্রুপ এর জুড়ি নেই। নিজেকে সোশ্যাল মিডিয়ায় অন্য ভাবে প্রকাশ করার জন্য অনেকে ফেসবুক গ্রুপে তার নিজস্বতা শেয়ার করে। এছাড়া বিনোদনের ক্ষেত্রে, সংবাদ দেখতে, আকর্ষনীয় ভিডিও বা পোস্ট দেখার জন্য মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ক্যটগরির ফেইসবুক গ্রুপে জয়েন হচ্ছে। সময় যখন এভাবে যাচ্ছে তখন অনেকেই ভাবছে নিজের একটা গ্রুপ থাকার কতটুকু প্রয়োজন। আর এই এই চিন্তাধারা অব্যহত রেখে মানুষ ক্রিয়েট করতেছে ফেসবুক গ্রুপ। কিন্তু প্রশ্ন হলো গ্রুপ তো খুললাম!  কিভাবে ফেসবুক গ্রুপে অধিক মেম্বার বাড়াবো?  বা ফেসবুক গ্রুপ বড় করার উপায়?  আজকের পোস্টে কয়েকটি উপায় শেয়ার করবো এবং একদম শেষে একটি স্পেশাল ট্রিক্স যেটা দিয়ে খুব অল্প সময়ে গ্রুপে অধিক মেম্বার কিভাবে এড করবেন সেটা শিখাবো৷ 

ফেসবুক গ্রুপ বড় করার উপায়

ফেসবুক গ্রুপে অধিক মেম্বার বাড়নোর জন্য অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন৷ দীর্ঘ সময় ঘাটাঘাটি করেও অনেকে মেম্বার বাড়াতে পারছে না৷ এর কিছু কারন হতে পারে ফেসবুক গ্রুপ একটিভিটি- Activity কম হওয়া। ফেসবুক গ্রুপ বড় করার জন্য গ্রুপে নিয়মিত পোস্ট, মেম্বার ইনভাউট, কমেন্টে অন্যদের মেনশন করতে হবে। তাহলেই সহযেই অধিক মেম্বার বাড়ানো সম্ভব।

১.ফেসবুক গ্রুপ স্টাইলিশ নাম।

প্রথমত দরকার পরবে আপনি কোন ক্যটগরির গ্রুপ চালাতে চাচ্ছেন? সেই ক্যটগরির ভিত্তিতে সুন্দর একটা নাম সেট করুন যাতে ফেসবুক ব্যাবহারকারিরা খুব সহযে সার্চ দিয়ে আপনার গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিতে পারে, অথবা ফেসবুক সাজেস্টের মাধ্যমে আপনার গ্রুপে জয়েন রিকয়েস্ট দিতে কৌতুহল হয় যেমনঃ বিজ্ঞান প্রিয় পরিবার।।

২. ফেসবুক গ্রুপ আনলিমিটেড মেম্বার ইনভাইট

এই পদ্ধতিটা অধিক সময় সাপেক্ষ এবং কষ্ট কর হলেও বর্তমান সময়ে এই পদ্ধতি ছাড়া একটা নতুন গ্রুপকে বড় করে তোলা খুব একটা অসম্ভবনীয়, আগেরকাট দিনে নতুন গ্রুপে যে কাউকে এড করা যেত কিন্তু ফেসবুকের নতুন রুলস অনুযায়ী প্রত্যেকের অনুমতি ক্রমে গ্রুপে এড দিতে হবে, অর্তাৎ প্রত্যেক্যে আমন্ত্রন দেয়া লাগবে৷ তবে প্রতিনিয়ত মেম্বার ইনভাইট করলে গ্রুপে সদস্য বাড়বেই। 

৩. ফেসবুক গ্রুপ সেটিং 

অবশ্যই আপনার গ্রুপের প্রাইভেসি পাবলিক করে রাখবেন৷ আর একটা গ্রুপকে ফেসবুক তখনই ইউজারদের কাছে অধিক সাজেস্ট করে যখন এটাতে সুন্দর করে ট্যাগ বসানো হয়৷ ট্যাগ বসানোর জন্য এডমিন একাউন্ট থেকে গ্রুপ সেটিং থেকে ট্যাগ অপশনে সিলেক্ট করে গ্রুপ ক্যাটগরি অনুযায়ী ট্যাগ দিবেন  

৪. গ্রুপে মডারেটর নিয়োগ । 

ফেসবুক কমিউনিটি রুলস জানে, এবং প্রতিনিয়ত পোস্ট করে এমন কিছু লোকদের মডারেটরর দায়ীত্ব দিন। তবে আমি সাজেস্ট করবো মেয়েদেরকে মডারেটর করার জন্য কারন অধিকাংশ মানুষ  মেয়েদের পোস্টের প্রতি কোতুহলি হয় এবং তারা তাদের পোস্টে রিয়াকশন, কমেন্টে অন্যান্যদের মেনশন করে৷ তাই দ্রুত গ্রুপ বড় করার লক্ষে মডারেটর নিয়োগ পোস্ট দিন গ্রুপ পোস্টে। এবং মডারেটর রুলস ও ফেসবুক গ্রুপ মেম্বার রলস জানিয়ে তাদেরকে দায়ীত্ব দিন৷ 

এডমিন বা মডারেটর রুলসঃ

  • নিয়মিত পোস্ট দেয়া
  • পোস্ট এপ্রোভ করা
  • মেম্বার ইনভাইট দেয়া। 
  • কাটা ছেড়া/মৃত/জঘন্য/১৮+ পোস্ট এপ্রোভ না করা৷ কেউ করলে ব্যান করে দেয়া
  • গ্রুপের পিন পোস্টে একটি আকর্ষনীয় ভিডিও বা ইমেজ রাখা। 
  • সুন্দর ডিসক্রিপশন ব্যাবহার 
  • গ্রুপের পোস্ট গুলে বিভিন্ন বন্ধুদের ইনবক্সে শেয়ার করা 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *