পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, তা দেখুন

পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কতগুলো ডিভাইস কানেক্টেড আছে, তা দেখুন

আসসালামু আলাইকুম।

কীভাবে এডমিন পাসওয়ার্ড ছাড়াই কোনো Router এ কতগুলো ডিভাইস কানেক্টেড আছে সেটা দেখবেন?

নোট: আপনার পারসোনাল যদি কোনো ওয়াইফাই থাকে, নিচের এপটি নামিয়ে কানেক্টেড ডিভাইস গুলো দেখে এবং ডিভাইস গুলো সঠিক কিনা তা দেখার জন্য আপনার রাউটার এডমিন প্যানেলে ঢুকে Manage Device এ ক্লকি করকে ঠিক সেম ডিভাইস গুলোই দেখতে পাবেন। আমি নিজে এটি পরিক্ষা করেছি, তারপর আপনাদের শেয়ার করছি।

তো প্রথমে Play Store এ চলে যান। এরপর Fing Network লিখে সার্চ দিন। এরপর নিচের এপটি ডাউনলোড করে নিন

এরপর এপটি ওপেন করবেন এবং কিছু Permission চাইবে সেগুলো দিয়ে দিবেন। Location অন করতে বলবে। লোকেশন অন করে দিবেন।

এরপর নিচের মত সেই ওয়াইফাই এর নাম এবং ডিটেইলস দেখতে পাবেন।

এরপর Scan for devices এ ক্লিক করবেন। তারপর স্কানিং 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন

এরপর কানেক্টেড ডিভাইস গুলোর ফোনের নাম ও মডেল দেখতে পাবেন। Refresh এ ক্লিক করে রিফ্রেশ দিতে পারবেন। Generic নামের ডিভাইস গুলো হলো এগুলো Unknown Device বা অনেক আগের Old device। রাউটার এডমিন প্যানেলে ঢুকলেও কিছু unknown device দেখতে পাবেন সেইগুলো

এই এপে শধু কানেক্টেড ডিভাইস গুলোই দেখতে পাবেন। বাট ঐ ডিভাইস গুলো ব্লোক দিতে পারবেন না।

আজ এ পর্যন্ত্যই। আল্লাহ হাফেজ।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2616

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top