নগদ ইসলামিক একাউন্ট ২০২২ | নগদ ইসলামিক অ্যাপ

নগদ এর ইসলামিক একাউন্ট | নগদ ইসলামিক অ্যাপ – আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মভিরু । সুদকে ইসলামে হারাম করা হয়েছে । আমাদের সকলেই উচিৎ মুসলিম হিসাবে সকলকেই ইসলামিক বিধি-নিষেধ মেনে চলা । 

বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এই কথা মাথায় রেখেই নগদ কতৃপক্ষ প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা বা এই সেবাতে ইসলামিক একাউন্ট চালু করেছে । নগদের ইসলামিক একাউন্ট নিয়ে আজকের আলোচনা ।

নগদ ইসলামিক একাউন্ট কি?

সবাইকে নগদ-এর ইসলামিক একাউন্ট/অ্যাপে স্বাগতম । আমাদের মাঝে অনেক মুসলমান ভাই-বোন আছেন, যারা তাদের জীবন-আচরণে ইসলামের বিধি-নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে চান । আর সে কারনে এই মুসলমান ভাই-বোনদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করেই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” নিয়ে এসেছে ইসলামিক অ্যাপ বা ইসলামিক একাউন্ট ।

ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করে সুদবিহীন লেনদেনের জন্য ডাক বিভাগের মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ দিচ্ছে সুদ বিহীন ইসলামিক অর্থ ব্যবস্থা ।

যে কোন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় ইসলামিক ক্যাটাগরিতে নগদ একাউন্ট খুলতে পারবেন । এর বাইরে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে সাধারন একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে আপনার নগদ একাউন্টটি স্থানান্তর করতে পারবেন। উল্লেখ্য মোবাইল ব্যাংকি সেবাগুলোর মাঝে একমাত্র “নগদ” এই সুবিধা দিচ্ছে । ইসলামী চিন্তাবিদদের মতে, নগদই একমাত্র ইসলামিক শরিয়াভিত্তিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ।

নগদ ইসলামিক একাউন্টের সুবিধা ও অসুবিধা

👉 নগদ ইসলামিক একাউন্টে নরমাল একাউন্টের মতো টাকা সঞ্চয় রেখে মুনাফা লাভ করা যায় না । তাছাড়া বাকি সকল সুযোগ-সুবিধা একই রকম থাকবে ।

👉 নগদ ইসালামীক একাউন্ট একটি ইসলামিক সংস্করন বা ইসলামিক থিম ।

👉 আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক পরিবর্তন করতে হলে নগদ স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে করতে হবে । আর এই ইসলামিক অপশন চালু করলে আপনার একাউন্টে থাকা টাকা কোনো প্রকার লাভ পাবেন না ।

👉 নগদ অ্যাপের ইসলামিক অপশনটি ছয় মাসের মধ্যে পাঁচ বার চালু এবং বন্ধ করতে পারবেন ।

👉 নগদ ইসলামিক অ্যাপের যাবতীয় সুবিধা পেতে হলে ইসলামিক একাউন্ট চালু রাখতে হবে ।

👉 নগদ ইসালামীক একাউন্ট বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করতে পারবেন ।

👉 নগদ গ্রাহকগণের বিদ্যমান একাউন্টের মর্যাদা, লেনদেনের সময়সীমা, প্রযোজ্য ফি নিয়মিত সাধারন একাউন্টের মতোই উপভোগ করতে পারবেন ।

নগদ ইসলামিক অ্যাপে পরিবর্তন

👉 কিভাবে আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক একাউন্টে পরিকর্তন করবেন? তার জন্য আপনাকে আপনার স্মার্টফোনের নগদ অ্যাপে লগইন করে প্রবেশ করতে হবে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 যদি আপনি নগদ অ্যাপ ব্যবহার না করে থাকেন তাহলে অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 নগদ অ্যাপ-এ লগইন করে প্রবেশ করার পর নিচের দিকে “আমার নগদ” নামে একটি রয়েছে । এই অপশনে ক্লিক করুন ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর যে ইন্টারফেসটি আসবে সেখানে  একাউন্টের ধরন  সাধারন সিলেক্ট করা থাকবে । এটি সাধারনত নগদের সাধারন একাউন্টের জন্য । এখান থেকে ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হবে ।

👉 এবার এই সাধারন একাউন্টকে ইসলামিকক একাউন্টে পরিবর্তন করতে চাইলে “একাউন্টের ধরন” অপশনের উপর ক্লিক করতে হবে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর একটি পপআপ আসবে এবং সেখানে লেখা থাকবে “আপনি কি আপনার একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান?” পপআপের নিচে উত্তর থাকবে “হ্যাঁ” অথবা “না” । “হ্যাঁ” সিলেক্ট করুন যদি ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান ।

👉 এবার “হ্যাঁ” অপশনে ক্লিক করলে একটু পর দেখতে পারবেন যে আপনার নগদ সাধারন একাউন্ট নগদ ইসলামিকক একাউন্টে পরিবর্তন হয়ে গেছে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর দেখেবেন নগদ অ্যাপ-এর থিমটি পরিবর্তন হয়ে গেছে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর নিচে থাকা “আমার নগদ” অপশনে ক্লিক করলে দেখতে পাবেন একাউন্টের ধরন ইসলামিকক হয়ে গেছে ।

👉 আপনি যদি এরপর আবার আপনার একাউন্টটিকে সাধারন একাউন্টে পরিবর্তন করতে চান তাহলে একই প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে ।

নগদের হট লাইন নাম্বার

নগদের পক্ষ থেকে গ্রাহককে শুধুমাত্র এর হটলাইন নাম্বার ১৬১৬৭ বা ০৯৬-০৯৬-১৬১৬৭ থেকেই যোগাযোগ করবে । গ্রাহক অফার সংক্রান্ত যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধাজনিত কারণে নিশ্চিত হবার জন্য নগদের হট লাইন নাম্বার ১৬১৬৭ কিংবা ০৯৬-০৯৬-১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন ।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *