নগদ ইসলামিক একাউন্ট ২০২২ | নগদ ইসলামিক অ্যাপ

নগদ ইসলামিক একাউন্ট ২০২২ | নগদ ইসলামিক অ্যাপ

নগদ এর ইসলামিক একাউন্ট | নগদ ইসলামিক অ্যাপ – আমাদের দেশে অধিকাংশ মানুষ মুসলিম এবং ধর্মভিরু । সুদকে ইসলামে হারাম করা হয়েছে । আমাদের সকলেই উচিৎ মুসলিম হিসাবে সকলকেই ইসলামিক বিধি-নিষেধ মেনে চলা । 

বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান দেশ এই কথা মাথায় রেখেই নগদ কতৃপক্ষ প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং সেবা বা এই সেবাতে ইসলামিক একাউন্ট চালু করেছে । নগদের ইসলামিক একাউন্ট নিয়ে আজকের আলোচনা ।

নগদ ইসলামিক একাউন্ট কি?

সবাইকে নগদ-এর ইসলামিক একাউন্ট/অ্যাপে স্বাগতম । আমাদের মাঝে অনেক মুসলমান ভাই-বোন আছেন, যারা তাদের জীবন-আচরণে ইসলামের বিধি-নিষেধগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে চান । আর সে কারনে এই মুসলমান ভাই-বোনদের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করেই বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ” নিয়ে এসেছে ইসলামিক অ্যাপ বা ইসলামিক একাউন্ট ।

ইসলামিক দৃষ্টিকোণ বিবেচনা করে সুদবিহীন লেনদেনের জন্য ডাক বিভাগের মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা নগদ দিচ্ছে সুদ বিহীন ইসলামিক অর্থ ব্যবস্থা ।

যে কোন গ্রাহক নগদ একাউন্ট খোলার সময় ইসলামিক ক্যাটাগরিতে নগদ একাউন্ট খুলতে পারবেন । এর বাইরে নগদ অ্যাপের মাধ্যমে খুব সহজে সাধারন একাউন্ট থেকে ইসলামিক একাউন্টে আপনার নগদ একাউন্টটি স্থানান্তর করতে পারবেন। উল্লেখ্য মোবাইল ব্যাংকি সেবাগুলোর মাঝে একমাত্র “নগদ” এই সুবিধা দিচ্ছে । ইসলামী চিন্তাবিদদের মতে, নগদই একমাত্র ইসলামিক শরিয়াভিত্তিক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ।

নগদ ইসলামিক একাউন্টের সুবিধা ও অসুবিধা

👉 নগদ ইসলামিক একাউন্টে নরমাল একাউন্টের মতো টাকা সঞ্চয় রেখে মুনাফা লাভ করা যায় না । তাছাড়া বাকি সকল সুযোগ-সুবিধা একই রকম থাকবে ।

👉 নগদ ইসালামীক একাউন্ট একটি ইসলামিক সংস্করন বা ইসলামিক থিম ।

👉 আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক পরিবর্তন করতে হলে নগদ স্মার্টফোনের অ্যাপস এর মাধ্যমে করতে হবে । আর এই ইসলামিক অপশন চালু করলে আপনার একাউন্টে থাকা টাকা কোনো প্রকার লাভ পাবেন না ।

👉 নগদ অ্যাপের ইসলামিক অপশনটি ছয় মাসের মধ্যে পাঁচ বার চালু এবং বন্ধ করতে পারবেন ।

👉 নগদ ইসলামিক অ্যাপের যাবতীয় সুবিধা পেতে হলে ইসলামিক একাউন্ট চালু রাখতে হবে ।

👉 নগদ ইসালামীক একাউন্ট বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করতে পারবেন ।

👉 নগদ গ্রাহকগণের বিদ্যমান একাউন্টের মর্যাদা, লেনদেনের সময়সীমা, প্রযোজ্য ফি নিয়মিত সাধারন একাউন্টের মতোই উপভোগ করতে পারবেন ।

নগদ ইসলামিক অ্যাপে পরিবর্তন

👉 কিভাবে আপনার নগদ একাউন্টটিকে ইসলামিক একাউন্টে পরিকর্তন করবেন? তার জন্য আপনাকে আপনার স্মার্টফোনের নগদ অ্যাপে লগইন করে প্রবেশ করতে হবে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 যদি আপনি নগদ অ্যাপ ব্যবহার না করে থাকেন তাহলে অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 নগদ অ্যাপ-এ লগইন করে প্রবেশ করার পর নিচের দিকে “আমার নগদ” নামে একটি রয়েছে । এই অপশনে ক্লিক করুন ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর যে ইন্টারফেসটি আসবে সেখানে  একাউন্টের ধরন  সাধারন সিলেক্ট করা থাকবে । এটি সাধারনত নগদের সাধারন একাউন্টের জন্য । এখান থেকে ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হবে ।

👉 এবার এই সাধারন একাউন্টকে ইসলামিকক একাউন্টে পরিবর্তন করতে চাইলে “একাউন্টের ধরন” অপশনের উপর ক্লিক করতে হবে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর একটি পপআপ আসবে এবং সেখানে লেখা থাকবে “আপনি কি আপনার একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান?” পপআপের নিচে উত্তর থাকবে “হ্যাঁ” অথবা “না” । “হ্যাঁ” সিলেক্ট করুন যদি ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে চান ।

👉 এবার “হ্যাঁ” অপশনে ক্লিক করলে একটু পর দেখতে পারবেন যে আপনার নগদ সাধারন একাউন্ট নগদ ইসলামিকক একাউন্টে পরিবর্তন হয়ে গেছে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর দেখেবেন নগদ অ্যাপ-এর থিমটি পরিবর্তন হয়ে গেছে ।

নগদ ইসলামিক অ্যাপ

👉 এরপর নিচে থাকা “আমার নগদ” অপশনে ক্লিক করলে দেখতে পাবেন একাউন্টের ধরন ইসলামিকক হয়ে গেছে ।

👉 আপনি যদি এরপর আবার আপনার একাউন্টটিকে সাধারন একাউন্টে পরিবর্তন করতে চান তাহলে একই প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে ।

নগদের হট লাইন নাম্বার

নগদের পক্ষ থেকে গ্রাহককে শুধুমাত্র এর হটলাইন নাম্বার ১৬১৬৭ বা ০৯৬-০৯৬-১৬১৬৭ থেকেই যোগাযোগ করবে । গ্রাহক অফার সংক্রান্ত যে কোন প্রকার বিভ্রান্তি বা দ্বিধাজনিত কারণে নিশ্চিত হবার জন্য নগদের হট লাইন নাম্বার ১৬১৬৭ কিংবা ০৯৬-০৯৬-১৬১৬৭ নাম্বারে কল করতে পারবেন ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *