Edit photo online passport size photo maker 2022 মোবাইলে পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করবেন জেনে নিন

Edit photo online passport size photo maker মোবাইলে পাসপোর্ট সাইজের ছবি কীভাবে তৈরি করবেন জেনে নিন

স্মার্টফোনেই আপনি তৈরি করে নিতে পারবেন আপনার পাসপোর্ট ছবি। বলে দি যে Android Smartphone-এ ছবি এডিট করার বেশ কিছু অ্যাপ প্রি-ইনস্টাল করা থাকে, যেগুলি ব্য়াবহার করে আপনি সহজেই পাসপোর্ট সাইট ছবি তৈরি করতে পারবেন। তবে কীভাবে করবেন সেটা। আসুন জেনে নেওয়া যাক

অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি কীভাবে তৈরি করা যাবে?

১- সবার প্রথমে প্লে স্টোর থেকে পাসপোর্ট সাইজ ফটো মেকর (Passport Size Photo Maker) অ্যাপ ডাউনলোড করুন।

২- এবার এখানে দুটি অপশন দেখা যাবে, সেখানে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে এবং অ্যাপের মাধ্যমে ক্যামেরা থেকে নতুন ছবিও ক্লিক করা যেতে পারে।

৩- এখাবে ছবি সিলেক্ট করার পর তা অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য নিচে অটো অ্যাডজাস্ট অপশন সিলেক্ট করতে হবে। এতে আপনার ছবি নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে।

৪- ছবি অ্যাডজাস্ট হওয়ার পর, উপরে Done অপশন দেখা যাবে, সেটাতে ক্লিক করতে হবে।

৫- আপনি যদি ছবির সাইজ না জেনে থাকেন, তবে অ্য়াপে দেশের নাম সিলেক্ট করতে হবে এবং নিচে প্রদত্ত তালিকায় ভারতীয় পাসপোর্টে ক্লিক করতে হবে।

৬- এছাড়া ছবি সেট করতে হলে উপরে Crop অপশনে ক্লিক করতে হবে।

৭- এবার এখানে পাসপোর্ট সাইজ ফটো পাওয়া যাবে।

৮- এবার উপরে প্রদত্ত save অপশনে ক্লিক করতে হবে। সেটা PNG ফাইলে সেভ করতে হবে।

৯- এবার আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি। আপনি এই পাসপোর্ট সাইজ ছবি যেকোনও কাজের জন্য় সিলেক্ট করা যাবে।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *