Picture background changer 2022 অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন.ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন ,ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন,ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন,ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ,ছবির ব্যাকগ্রাউন্ড পিকচার, আপনি যদি মোবাইলে কোন ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান তাহলে এই পোস্টটি দেখুন
প্রায়ই ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকার কারণে সৌন্দর্য নষ্ট হয়। এ ক্ষেত্রে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ব্যবহার করা যায়।
আর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করাটাও খুব সহজ নয়। তার জন্য অবশ্যই কোনো অ্যাপ বা ফটোশপের সাহায্য নিতে হয়। ব্যাকগ্রাউন্ড সরানোর জন্য আপনাকে এক এক করে সব অবজেক্টকে দূরে নিয়ে যেতে হবে।
যেভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলবেন : * যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার জন্য প্রথমে www.remove.bg ওয়েবসাইটে যেতে হবে। * ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে আপলোড ফটো অপশনে ক্লিক করতে হবে।
* এখানে টজখ পেস্ট করে অথবা ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন। * ছবি আপলোড হওয়ার কিছুক্ষণের মধ্যেই ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবিটিকে দেখতে পাবেন। * এরপর নিচে ডাউনলোড বাটনে ক্লিক করলে চঘে ফরম্যাটে ছবিটি ডাউনলোড হয়ে যাবে।
* এখানে ফুল সাইজ অথবা ৬১৩ x ৪০৮ পিক্সেলে ছবি ডাউনলোড করতে পারবেন।