ঈদুল আযহা 2023  নামাজের সঠিক নিয়ম নিয়ত বাংলা আরবিতে ও তাকবীর

ঈদুল আযহা 2023 নামাজের সঠিক নিয়ম নিয়ত বাংলা আরবিতে ও তাকবীর

ঈদুল আযহা 2023 নামাজের সঠিক নিয়ম, নিয়ত বাংলা আরবিতে ও তাকবীর.ঈদুল আযহার নামাজের নিয়ত আরবিতে.

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম যে পোস্টের মাধ্যমে আপনাকে জানাবো ঈদুল আযহার সঠিক নিয়ম নিয়ত এবং আরবি ভাষায় সকল কিছু একদম সবকিছু সঠিক.

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আর দোয়া করি সবার যেন ঈদটা অনেক সুন্দর ভাবে কাটুক আর আমার জন্য দোয়া করবেন যাতে আমিও এটা অনেক সুন্দর করে করতে পারি তো আজকের বিষয় হল ঈদের নামাজের নিয়ম নিয়ত এবং আরবি ভাষায় সকল কিছু এবং থাকবে তো এখন আমরা এসব তথ্য ইনশাল্লাহ পেয়ে যাবেন

ঈদুল আযহা নামাজের সঠিক নিয়ম


ঈদুল ফিতরের নামাজের মতো ঈদুল আযহার নামাজও ২ রাকাত। ঈদের নামাজে আজান এবং একামত দেওয়া লাগে না। শুধুমাত্র ইমামের পিছনে জামাতের সাথে অতিরিক্ত ৬ তাকবির দিয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়।

ঈদুল আযহা নামাজের নিয়ম
ইমামের পিছনে ২ রাকাত নামাজের নিয়তে ইমামের দেওয়া তাকবিরের “আল্লাহু আকবর” সাথে হাত বাধতে হবে। হাত বেধে ছানা দোয়াটি পাঠ করতে হবে। এবার ইমামের সাথে পর পর দুইটি তাকবির দিয়ে হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবির দিয়ে নাভি বরাবর হাত বাঁধতে হবে।

এবার ইমাম সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়বেন, মুসল্লিরা নিরবভাবে শুনবে। এবার অন্যান্য নামাজের মত স্বাভাবিকভাবেই ইমামের সাথে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে। দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সুরা ফাতিহার সাথে অন্যান্য সুরা মিলিয়ে পড়বেন।

এরপর রুকুতে যাওয়ার আগে পর পর তিনটি তাকবির দিতে হবে। প্রত্যেক তাকবিরে হাত ছেড়ে দিতে হবে। এবং তৃতীয় তাকবির দিয়ে সোজাসুজি রুকুতে চলে যেতে হবে। এরপর রুকু সিজদাহ করে আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হবে।

এভাবে কোরবানির ঈদ তথা ঈদুল আযহা নামাজের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখ কোরবানির দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে।

ঈদুল আযহা নামাজের সঠিক নিয়ত বাংলা আরবিতে

ঈদুল আযহার নামাজের আরবি নিয়ত: “নাওয়াইতু আন উছ ল্লিয়া লিল্লাহি তায়আলা রাকয়াতা ছালাতিট ঈদুল আযহা মাআছিত্তাতি তাক-বীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।


نويت ان اصلي لله تعالي ركعتي صلاة العيد الاضحى مع ستة تكبيرات واجب الله تعالى اقتديت بهذا الامام متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر

ঈদুল আযহার নামাজের বাংলা নিয়ত: “হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আযহার দু’রাকআত ওয়াজিব নামায আদায় করিতেছি, আল্লাহু আকবার”

ঈদুল আযহার তাকবীর

ঈদের তাকবির তথা আল্লাহর কৃতজ্ঞতাজ্ঞাপন করা। আল্লাহর শুকরিয়া আদায় করে তাকবির পড়া। এটিই ঈদের প্রথম কাজ।

বাংলা উচ্চারণ: ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।’

হ্যালো বন্ধুরা আমাদের এই পোস্টটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন হন এবং আপনি আরো নতুন কিছু জানতে পারবেন

WhateApp Group.

Telegram Group.

তো বন্ধুরা আপনারা যদি আমাদের উপর গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে আপনার যে কোন সমস্যা আমাদের গ্রুপে পোস্ট করলে যে কেউ আপনাকে সমস্যা সমাধান করে দিতে পারবে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *