Ektai Tumi Song Mp3 Lyrics (একটাই তুমি) Ektai Tumi natok
Ektai Tumi Lyrics by Mahtim Shakib :
Ektai Tumi Lyrics Bengali Song Is Sung by Mahtim Shakib from Ektai Tumi Bengali Natok. Sarring Jovan And Tanjim Saiara Totini And Others. Music Composed by Nazir Mahamud And Ektai Tumi Lyrics In bengali Written by Lalon Lohani. Ektai Tumi Bengali Drama Directed by Muhammad Mifta Anaan And Producer is SK Shahed Ali Under The Banner of Central Music and Video.
Song : Ektai Tumi
Singer : Mahtim Shakib
Lyricist : Lalon Lohani
Music : Nazir Mahamud and Team
Drama : Ektai Tumi
Writer : Shuvro Ahsan
Director : Muhammad Mifta Anaan
Cinematography : Bikash Saha And Sumon Hossain
Editing : Agun Suvo
Produced by : CMV
Ektai Tumi Song Lyrics In Bengali :
তুমি একটা গল্প বলো
শান্ত হয়ে শুনি,
তুমি একটা আকাশ আঁকো
আমি তারা গুনি,
তুমি একটা পথ খোঁজ
চলি একসাথে,
তুমি একটা স্বপ্ন দেখো
আমি আছি তাতে।
আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেবো আমি।
একটা শুধু ভাবনাতে
বিভোর হয়ে রই,
আপন থেকে আরও আপন
কেমন করে হই।
আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেবো আমি।
একটু শুধু আড়াল হলে
খুঁজি আপন মনে,
জীবন বলো, মরণ বলো
চাইগো সর্বক্ষনে।
আমার একটাই তুমি
আমার একটাই তুমি
ভালোবাসার এক পৃথিবী
তোমায় দেব আমি।
একটাই তুমি লিরিক্স – মাহতিম সাকিব :
Tumi ekta golpo bolo
shanto hoye shuni
Tumi ekta akash anko
ami tara guni
Tumi ekta poth khojo choli eksathe
Tumi ekta shopno dekho ami achi taate
Amar ektai tumi
Bhalobashar ek prithibi tomay debo ami
Ekta shudhu vabnate bibhor hoye roi
Apon theke aaro apon kemon kore hoi
Ektu shudhu aral hole khuji apon mone
Jibon bolo moron bolo chaigo sorbokhone
Amar ektai tumi
Valobashar ek prithibi tomay debo ami
Ektai Tumi Song by Mahtim Shakib Information In Bengali Font : মুহাম্মদ মিফতাহ আনান পরিচালিত এবং ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী অভিনীত একটাই তুমি বাংলা নাটকের গান আমার একটাই তুমি গানটি গেয়েছেন মাহতিম সাকিব। গানটির সুর দিয়েছেন নাজির মাহমুদ। আমার একটাই তুমি গানের লিরিক্স লিখেছেন লালন লোহানী।