Infinix Smart 6 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

দাম মাত্র ৯ হাজার টাকা, Infinix Smart 6 শক্তিশালী ব্যাটারি ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ হল

বাজেট রেঞ্জে কিছুটা অপ্রত্যাশিতভাবে আজ লঞ্চ হল Infinix Smart 6। এই ফোনের দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কম। ফিচারের কথা বললে Infinix Smart 6 ফোনে পাওয়া যাবে ওয়াটারড্রপ ডিসপ্লে নচ, ডুয়াল রিয়ার ক্যামেরা। আবার এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ইউনিসক (Unisoc) প্রসেসর। আসুন Infinix Smart 6 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 6 দাম ও প্রাপ্যতা

ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১২০ ডলার (প্রায় ৯,০০০ টাকা)। যুক্তরাষ্ট্রসহ ফোনটি আপাতত নির্বাচিত কয়েকটি বাজারেই বিক্রি হবে। হার্ট অফ ওসিয়ান, লাইট সি গ্রিন, পোলার ব্ল্যাক এবং স্টারি পার্পল কালারে ফোনটি বেছে নেওয়া যাবে।

Infinix Smart 6 স্পেসিফিকেশন, ফিচার

ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনে ৬.৬ ইঞ্চি HD+ (৭২০×১৬০০ পিক্সেল) ওয়াটারড্রপ-স্টাইল ডিসপ্লে নচ রয়েছে, যার স্ক্রিন ডেন্সিটি ২৬৬ পিপিআই এবং এই ডিসপ্লে ১৬ মিলিয়ন কালার অফার করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) বেসড এক্সওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর। ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Infinix Smart 6 হ্যান্ডসেটটিতে ফটোগ্রাফির জন্য ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ১০ ওয়াট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭৮ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম প্রদান করবে বলে দাবি সংস্থার।

কানেক্টিভিটির জন্য এই ফোনে আছে ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার উপলব্ধ। আবার এই ফোনে মিলবে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরের সুবিধাও।

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2639

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top