গ্রাহকদের সেবায় মেসেঞ্জারকে আরো নিরাপদ করতে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। সম্প্রতি ফেসবুক নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের জন্য তারা চালু করেছে চ্যাট ও কলের নিরাপত্তায় ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’।
এ ফিচারের ফলে যে দু’জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা ছাড়া সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। আর এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপ্ট করা মেসেঞ্জার চ্যাটে ডিজাপিয়ারিং মেসেজের কেউ স্ক্রিনশট নিলে নোটিফিকেশন পাবেন গ্রাহক।
এর পাশাপাশি মেসেজ রিয়াকশন ফিচারও রিলিজ করা হচ্ছে। মেসেঞ্জারের এই অপশনটির সাহায্যে ইমোজিসহ মেসেজের প্রতিক্রিয়া জানানো যাবে।
আপনি এই ফিচার টি উপভোগ করতে আপনার মেসেঞ্জার টি আপডেট দিতে পারেন। তবে এখন আপডেট দিলে সবার এই ফিচারটি ইনাবেল হবে না। তবে নির্দিষ্ট সময় পর প্রায় সবার ক্ষেত্রেই এই ফিচার টি উপভোগ করার সুযোগ হবে।