নতুন স্যামসাং মোবাইল ২০২২ l কম দামে নতুন স্যামসাং স্মার্টফোন

নতুন স্যামসাং মোবাইল ২০২২ l কম দামে নতুন স্যামসাং স্মার্টফোন.কম দামে যারা স্যামসাং এর ফোন খুঁজছেন, তাদের জন্য স্যামসাং অফিসিয়ালি দেশের বাজারে নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর। খুব সাধারণ ব্যবহারকারীদের জন্য স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি আদর্শ পছন্দ হতে পারে।

৬.৫ইঞ্চির এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। ডুয়াল সিমের এই ফোনে উভয় সিমে ৪জি ব্যবহার করা যাবে। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে ১.৬গিগাহার্জ এর ইউনিসক প্রসেসর। ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ রয়েছে ফোনটিতে।

স্টোরেজ এসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যাবে। ফোনটি চলবে ওয়ান ইউআই ৩.১ কোর দ্বারা, যা  বেশ অপটিমাইজড হওয়ার কারণে বেশ অসাধারণ পারফরম্যান্স প্রদান করবে।

নতুন স্যামসাং মোবাইল ২০২২ l কম দামে নতুন স্যামসাং স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটির ব্যাক রয়েছে ৮মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা ব্যবহার করে সর্বোচ্চ ৩০এফপিএস এ ১০৮০পি রেজ্যুলেশনে ভিডিও করা যাবে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ৫মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে ৫০০০মিলিএম্প এর বিশাল ব্যাটারি রয়েছে, যা দাম বিবেচনায় দারুণ একটি সংযোজন। 

স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি পাওয়া যাবে শুধুমাত্র ২জিবি র‍্যাম ও ৩২জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর দাম ৯,৬৯৯।

ফোনটি স্যামসাং স্টোর থেকে অফিসিয়ালি কিনলে পাবেন ১০১দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও গিফট হিসেবে একটি ফ্রি টিশার্ট ।

একনজরে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর এর ফিচারসমূহ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ ইউনিসক
  • র‍্যামঃ ২জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • ব্যাক ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প

স্পেসিফিকেশন বিবেচনায় আপনার কাছে স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর ফোনটি কেমন লেগেছে? ফোনটি সম্পর্কে আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে।

👉 স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

নতুন স্যামসাং মোবাইল ২০২২

  • Galaxy S22 Ultra 5G
  • Galaxy S22+ 5G
  • Galaxy S22 5G
  • Galaxy Tab S8 Ultra
  • Galaxy Tab S8+
  • Galaxy Tab S8
  • Galaxy S21 FE 5G
  • Galaxy Tab A8 10.5 (2021)
  • Galaxy A13 5G
  • Galaxy A03
  • Galaxy A03 Core
  • Galaxy F42 5G
  • Galaxy M52 5G
  • Galaxy M22
আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।
Posts created 2636

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top