রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচি ২০২৪ – আজকের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি
রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচি ২০২৪ – আজকের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি

রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচি ২০২৪ – আজকের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি

রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচি ২০২৪ – আজকের সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি

রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা। উপজেলার সংখ্যানুসারে রাঙ্গামাটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।[২]

আয়তন ও অবস্থান


রাঙ্গামাটি জেলার মোট আয়তন ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা।বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে ২২°২৭´ থেকে ২৩°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৬´ থেকে ৯২°৩৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে রাঙ্গামাটি জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ৩০৮ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৭০ কিলোমিটার। এ জেলার উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম ও মিয়ানমারের চিন রাজ্য, পশ্চিমে চট্টগ্রাম জেলা ও খাগড়াছড়ি জেলা। এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।

জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গামাটি জেলার মোট জনসংখ্যা ৬,২০,২১৪ জন। এর মধ্যে পুরুষ ৩,২৫,৮২৩ জন এবং মহিলা ২,৯৪,৩৯১ জন।[৫] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০১ জন।[৩]

রাঙ্গামাটির ধর্মবিশ্বাস-২০১১

ইসলাম (৩৬.৮২%)
বৌদ্ধ (৫৬.০৬%)
হিন্দু ধর্ম (৫.৩০%)
খ্রিস্ট ধর্ম (১.৮২%)


ধর্মবিশ্বাস অনুসারে এ জেলার মোট জনসংখ্যার ৩৬.৮২% মুসলিম, ৫.৩০% হিন্দু, ৫৬.০৬% বৌদ্ধ এবং ১.৮২% খ্রিষ্টান ও অন্যান্য ধর্মাবলম্বী। এ জেলায় চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, বম, চাক, মুরং, ত্রিপুরা, খেয়াং, খুমি, লুসাই, ম্রো, পাংখোয়া, সাঁওতাল, মণিপুরী প্রভৃতি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।

রাঙ্গামাটি জেলার রোজার সময়সূচি 2024

চট্টগ্রাম বিভাগের একটি জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে ইতিমধ্যে মধ্যে ফেনী জেলার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। প্রথম রোজা পালন করা হবে ৩/৪/২০২৪। শনিবার সারাদিন পার করে ঐই রাতে সকল মুসলমান সেহরি খাবে ও তারাবি নামাজ পড়বে। রাঙ্গামাটি জেলা বাসীদে জন্য আজকে এই পোস্টে রমজানের সময়সূচী তুলে ধরা হয়েছে।

রাঙ্গামাটি জেলার সেহরি ও ইফতারের সময়সূচি 2024

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস। রমজান মাসের ফজিলত বেশি, এই রমজান মাসে রোজা রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে গুনাহ মাপ করতে পারি। রোজা রাখে আল্লাহ তাআলার হুকুম পালন করে আল্লাহ তালাকে খুশি করতে পারি। আল্লাহ তালা কে খুশি করতে পারলে দুনিয়া ও আখেরাতে ভালো থাকা যায়। তাই আল্লাহ তাআলা দেয়া এই রমজান মাস আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত এর মাধ্যমে কাটিয়ে দেই। এই পোস্টে রাঙ্গামাটি জেলা বাসীদের জন্য রমজানের ৩০ টি রোজার সময়সূচি সহ রোজার নিয়ত , ইফতারের দোয়া ও সেহরির দোয়া দেয়া হয়েছে।

রাঙ্গামাটি জেলার রমজানের সময়সূচী ২০২৪

রোজা পালন করা মানে শুধু না খেয়ে থাকা নয় প্রত্যেক পাপ কাজ থেকে বিরত থাকা আল্লাহ তায়ালার প্রত্যেকটি হুকুম পালন করা। আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলার হুকুম আমরা সকলে পালন করব সকল পাপ কাজ থেকে দূরে রেখে ত্রিশটি রোজা রাখব। সময় মত সেহরি ও ইফতার না করতে পারলে রোজা নষ্ট হয়ে যায়। তাই রাঙ্গামাটি জেলা বাসীদের জন্য এই পোস্টে রোজার সময়সূচি জানানো হয়েছে।

রমজানএপ্রিল/মেবারসাহরীর সতর্কতামূলক
শেষ সময়
ফজরের ওয়াক্ত
শুরু
ইফতারের
সময়
রহমতের ১০ দিন
০১০৩ এপ্রিলরবি৪:২৪ am৪:৩০ am৬:১০ pm
০২০৪ এপ্রিলসোম৪:২৩ am৪:২৯ am৬:১০ pm
০৩০৫ এপ্রিলমঙ্গল৪:২১ am৪:২৭ am৬:১১ pm
০৪০৬ এপ্রিলবুধ৪:২১ am৪:২৭ am৬:১১ pm
০৫০৭ এপ্রিলবৃহস্পতি৪:২০ am৪:২৬ am৬:১২ pm
০৬০৮ এপ্রিলশুক্র৪:১৯ am৪:২৫ am৬:১২ pm
০৭০৯ এপ্রিলশনি৪:১৮ am৪:২৪ am৬:১২ pm
০৮১০ এপ্রিলরবি৪:১৭ am৪:২৩ am৬:১৩ pm
০৯১১ এপ্রিলসোম৪:১৬ am৪:২২ am৬:১৩ pm
১০১২ এপ্রিলমঙ্গল৪:১৫ am৪:২১ am৬:১৪ pm
মাগফিরাতের ১০ দিন
১১১৩ এপ্রিলবুধ৪:১৪ am৪:২০ am৬:১৪ pm
১২১৪ এপ্রিলবৃহস্পতি৪:১২ am৪:১৮ am৬:১৪ pm
১৩১৫ এপ্রিলশুক্র৪:১১ am৪:১৭ am৬:১৫ pm
১৪১৬ এপ্রিলশনি৪:১০ am৪:১৬ am৬:১৫ pm
১৫১৭ এপ্রিলরবি৪:০৯ am৪:১৫ am৬:১৫ pm
১৬১৮ এপ্রিলসোম৪:০৮ am৪:১৪ am৬:১৬ pm
১৭১৯ এপ্রিলমঙ্গল৪:০৭ am৪:১৩ am৬:১৬ pm
১৮২০ এপ্রিলবুধ৪:০৬ am৪:১২ am৬:১৭ pm
১৯২১ এপ্রিলবৃহস্পতি৪:০৫ am৪:১১ am৬:১৭ pm
২০২২ এপ্রিলশুক্র৪:০৪ am৪:১০ am৬:১৮ pm
নাজাতের ১০ দিন
২১২৩ এপ্রিলশনি৪:০৩ am৪:০৯ am৬:১৮ pm
২২২৪ এপ্রিলরবি৪:০২ am৪:০৮ am৬:১৯ pm
২৩২৫ এপ্রিলসোম৪:০২ am৪:০৮ am৬:১৯ pm
২৪২৬ এপ্রিলমঙ্গল৪:০১ am৪:০৭ am৬:২০ pm
২৫২৭ এপ্রিলবুধ৪:০০ am৪:০৬ am৬:২০ pm
২৬২৮ এপ্রিলবৃহস্পতি৩:৫৯ am৪:০৫ am৬:২০ pm
২৭২৯ এপ্রিলশুক্র৩:৫৮ am৪:০৪ am৬:২১ pm
২৮৩০ এপ্রিলশনি৩:৫৭ am৪:০৩ am৬:২১ pm
২৯০১ মেরবি৩:৫৬ am৪:০২ am৬:২২ pm
৩০০২ মেসোম৩:৫৫ am৪:০১ am৬:২২ pm

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

আল্লাহ তায়ালা প্রত্যেক মুসলমানদের জন্য রোজা ফরজ করে দিয়েছে। তাই সঠিক নিয়মে সকলকে রোজা রাখতে হবে। এবং আল্লাহ তায়ালার হুকুম পালন করতে হবে। অনেকে আছে রোজা রাখার জন্য, রোজার নিয়ত ইফতারের দোয়া ও সেহরির দোয়া শিখতে চায়। তাদের জন্য আজকের এই পোস্টে রোজার নিয়ত ইফতারের দোয়া সেহরির দোয়া আরবী, বাংলা উচ্চারন ও অর্থ দেয়া হয়েছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, (অন্য বর্ণনায়) ঈমানের সঙ্গে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়ে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেয়া হয়। (বুখারি শরিফ: হাদিস নং ১৯০১)

রোজার নিয়ত : আরবীতে উচ্চারণ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

রোজার নিয়ত : বাংলা উচ্চারণ

রমজানের রোজার জন্য সুবহে সাদিকের পূর্বে মনে মনে এই নিয়ত করবেন:

নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ :

হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের কিছুক্ষণ পূর্বে ‘ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী’ এ দোয়াটি বেশী বেশী পড়তে হবে। অর্থঃ হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান: ৩/৪০৭)

ইফতারের দোয়া: আরবিতে উচ্চারণ اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

ইফতারের দোয়া : বাংলা উচ্চারণ আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।

বাংলা অর্থ : হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি।

সেহরির দোয়া

আমাদের সকলেরই সেহেরি দোয়া শিখে সেহরি খাওয়া সকলের জন্য উত্তম কাজ।

সেহরির দোয়া: আরবিতে উচ্চারণ

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলায় উচ্চারণ: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব তুমি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

উপরে রাঙ্গামাটি জেলা বাসীদের জন্য রমজানের মাসের ৩০ টি রোজা সময়সূচী দেয়া হয়েছে। আশা করি আপনারা এই সময় অনুযায়ী রোজা রাখতে পারবেন। আপনারা চাইলে অন্যদেরকে এই পোস্টটি শেয়ার করে রমজান মাসের রোজার সময়সূচি জানাতে পারবেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *