(Sing Up) www eticket railway gov bd | বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং

(Sing Up) www eticket railway gov bd | বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং,অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য eticket.railway.gov.bd ওয়েবসাইটে নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করুন। এরপর প্রোফাইলের তথ্য আপডেট করুন। আপনার স্টেশন ও গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট তারিখের ট্রেন সার্চ করুন। সবশেষে আসন বাছাই করে অনলাইনে পেমেন্ট করে টিকেট বুকিং কনফার্ম করুন।

Registration প্রক্রিয়া: (শুধুমাত্র একবার করতে হবে)

  • প্রথমে www.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করুন।
  • ওয়েবসাইটে প্রবেশ করে  ডান পার্শ্বের Internal E-Services/আভ্যন্তরীন ই-সেবা হতে Railway E-ticket service/রেলওয়ে ই-টিকিট বাটনে ক্লিক করলে ২টি Option দেখাবে, প্রথম Option ই-টিকিটিং পদ্ধতিতে Click করলে Registration প্রক্রিয়া এবং টিকিট ক্রয় প্রক্রিয়ার বিস্তারিত দেখা যাবে এবং দ্বিতীয় Option ই-টিকিট (ওয়েবসাইট) এ Click করে Bangladesh Railway এবং CNS Ltd. লেখা ও লোগো সম্বলিত একটি নতুন ওয়েব সাইট ওপেন হবে।
  • উক্ত পেজে (www.esheba.cnsbd.com) “Register” button এ Click করে নির্ধারিত Web Registration from টি পূরণ করে  “Sign up” বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার মোবাইল নম্বরটি একটি Verification Code এর মাধ্যমে Verify করে Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।।
  • এরপর আপনার মোবাইল নম্বর অথবা Email address  এবং পাসওর্য়াড দিয়ে Log In  করুন।
  • এরপর  “Update User Profile” এর একটি পেজ ওপেন হবে, উক্ত পেজে জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা জন্ম সনদপত্রের নম্বরসহ অন্যান্য তথ্যাদি যোগ করে Update your profile এ ক্লিক করুন এবং  এর মাধ্যমে যাত্রীর যাবতীয় তথ্য সংরক্ষণ হবে।
  • এছাড়াও  (www.esheba.cnsbd.com)  দ্বারা সরাসরি Bangladesh Railway এর টিকেটিং  ওয়েবসাইটে প্রবেশ করা যায়।

(খ) বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট ক্রয় প্রক্রিয়া:

  • প্রথমে Bangladesh Railway এর টিকিটিং ওয়েব সাইটে (www.esheba.cnsbd.com) প্রবেশ করুন।
  • পরবর্তীতে যে Pageটি আসবে উক্ত Page এ আপনার ভ্রমণের তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেনী, টিকিট সংখ্যার ঘরগুলো পূরণ করুন।
  • পূরণ শেষে Find বাটনে ক্লিক করতে হবে। এর পরের পেইজে আপনার চাহিত তথ্য অনুযায়ী উক্ত রুটের সবগুলি ট্রেনের তথ্য সময় ও ভাড়াসহ জানিয়ে দেয়া হবে।  এরপর  আপনার পছন্দমত ট্রেনের তথ্য Route এবং  Availability button এ Click করে সেই ট্রেনে Ticket আছে কিনা তা যাচাই করা যাবে। টিকিট থাকলে ক্রয়ের জন্য “Purchase” বাটন ক্লিক করতে হবে।
  • “Log in” প্যানেলে মোবাইল নম্বর অথবা E-mail address এবং password পূরণ করে “Log in” বাটনে ক্লিক করতে হবে। প্রবেশের পর Auto option দ্বারা স্বয়ংক্রিয়ভাবে সিট নির্ধারিত হয়ে টিকিট ক্রয় করা যায় এবং Manual option  দ্বারা সম্মানিত যাত্রী কর্তৃক নিজের পছন্দমত সিট নির্ধারণ করা সম্ভব। সিট নির্ধারণ শেষে “Buy Ticket” বাটন ক্লিক করতে হবে। এক্ষেত্রে টিকিট ক্রয়কারী চাইলে প্রথমেই ”Log in” করে পরবর্তীতে ট্রেনের তথ্য জানতে পারেন।
  • Credit Card, Cash Card, Brac Bank, Nexus pay, Rocket, bKash, American Express, City bank (Visa card) একাউন্ট মারফত যাত্রীর Account থেকে টিকিটের মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকিটটি পাঠিয়ে টিকিট নিশ্চিত করা হয়।
  • ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকিটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকিট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকিট সংগ্রহ করুন।
  • এছাড়াও যাত্রীসাধারণ নিজেদের Smartphone বা Tab এর মাধ্যমে  www.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আভ্যন্তরীন ই-সেবা হতে রেল সেবা অ্যাপ এ Click করে অথবা Google Play Store থেকে রেল সেবা (Rail Sheba) অ্যাপটি Download করে সেখান থেকেও উপরোক্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে ক্রয়কৃত ই-টিকিটটি Rail Sheba Apps এর History Option থেকেও ডাউনলোড করা যায়।
  • এছাড়াও  (www.railway.gov.bd) ওয়েব সাইটে প্রবেশ করে  ওয়েবসাইটের ডান পার্শ্বের Internal E-Services/অভ্যন্তরীন ই-সেবা হতে Railway E-ticket service/রেলওয়ে ই-টিকিট বাটনে ক্লিক করে দ্বিতীয় Option: ই-টিকিট (ওয়েবসাইট) এ Click করে Bangladesh Railway এর টিকিটিং ওয়েব সাইটে (www.esheba.cnsbd.com) প্রবেশ করা যায় এবং সেখান থেকেও উপরোক্ত কাজগুলো সম্পন্ন করতে পারবেন।

নতুন ইউজার হলে রেজিস্ট্রেশন করুনঃ Register Now

ট্রেনের টিকিট ক্রয়

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *