কোন প্রাণী দুধ, ডিম দুটোই দেয়? আপনি জানেন?

কোন প্রাণী দুধ, ডিম দুটোই দেয়? আপনি জানেন?

কোন প্রাণী দুধ, ডিম দুটোই দেয়? আপনি জানেন?

প্রায়ই দেখা যায়, চাকরির ইন্টারভিউতে এমন অনেক প্রশ্ন করা হয় যাতে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। কোনও কোনও সময় সহজ প্রশ্নের উত্তরও ভুল দিয়ে বসেন প্রার্থীরা। বিশেষ করে সরকারি চাকরিতে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেককে যা মুহূর্তে ঘোল খাইয়ে দেয় পরীক্ষার্থীদের। এমন জামাই ঠকানো প্রশ্নের হদিস রইল এই প্রতিবেদনে যার উত্তর জানা থাকলে শুধু চাকরির পরীক্ষা নয়, যে কোনও জায়গায় মাত দিতে পারবেন সকলকে। প্রতীকী ছবি।

সরকারি চাকরির ইন্টারভিউতে (Govt Job Interview Questions) এমন অনেক প্রশ্নই করা হয় যাতে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন । কোনও কোনও সময় সহজ প্রশ্নের উত্তরও ভুল দিয়ে বসেন প্রার্থীরা। আসলে প্রার্থীর আইকিউ লেভেল পরীক্ষা (Rare Questions In Job Interview) করার জন্য এই প্রশ্নগুলো করা হয়। প্রতীকী ছবি।

প্রশ্ন- কোন প্রাণী দুধ ও ডিম উভয়ই দেয়?
উত্তরঃ প্লাটিপাস ও ইচিডনা।
প্রশ্ন- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের আগে কোন পর্বতটি সবচেয়ে উঁচু ছিল?
উত্তর- মাউন্ট এভারেস্ট। প্রতীকী ছবি।

প্রশ্ন- কোন দেশের দুইজন প্রেসিডেন্ট আছে?
উত্তরঃ সান মারিনো।
প্রশ্ন- এমন কি জিনিস যা ঠান্ডায়ও গলে যায়?
উত্তরঃ মোমবাতি।
প্রশ্নঃ কম্পিউটারকে হিন্দিতে কী বলা হয়?
উত্তরঃ কম্পিউটার। প্রতীকী ছবি।

প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।
প্রশ্নঃ কোন প্রাণী জন্মের পর ২ মাস ঘুমায়?
উত্তরঃ ভাল্লুক (Govt Job Interview Questions)। প্রতীকী ছবি।

About the Author: Nazmul Hossain

আমি নাজমুল । আমি বাংলাদেশের রাজধানী শহর ঢাকা তে বসবাস করি। বর্তমানে আমি চাকরী করছি। আমার চাকরী পাশাপাশি আমি অনলাইনে লেখা লেখি করতে পছন্দ করি। বিশেষ করে টেকনোলোজি বিষয়ে লেখা লেখি করতে আমার ভাল লাগে। তাই আপনাদের জন্য আমি এই ওয়েবসাইট টি তৈরি করেছি। এখানে আপনি বাংলাদেশের অনালাইন সম্পর্কিত প্রায় সকল ধরনের তথ্য খুজে পাবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *